Advertisement
E-Paper

বিরাটে আস্থা সহবাগের

আইপিএলে তিনি গত বার রানের ফোয়ারা ছোটালেও এ বার ঠিক ছবিটা উল্টো। তাঁর দলও ছিটকে গিয়েছে দশম আইপিএলে প্লে অফের দৌড় থেকে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে চিন্তায় তাঁর ভক্তরা। তিনি— বিরাট কোহালি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৪:১৫

আইপিএলে তিনি গত বার রানের ফোয়ারা ছোটালেও এ বার ঠিক ছবিটা উল্টো। তাঁর দলও ছিটকে গিয়েছে দশম আইপিএলে প্লে অফের দৌড় থেকে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে চিন্তায় তাঁর ভক্তরা। তিনি— বিরাট কোহালি।

তবে বিরাট খারাপ ফর্মে থাকলেও সেটা কাটিয়ে ওঠার মতো ক্ষমতা তাঁর আছে বলে মনে করেন বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, ‘‘প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় আসে। গ্রেট সচিন তেন্ডুলকরের কেরিয়ারেও এসেছিল। প্রত্যেক বছরই সচিন কিন্তু একই রকম ফর্মে খেলতে পারেনি।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘সময় বদলালে ফর্মও পাল্টায়। ভাল খেলোয়াড়ের সবচেয়ে বড় গুণ হল খারাপ সময় কাটিয়ে কী করে ঘুরে দাঁড়াতে হয়, সেটা জানা। বিরাটও খুব ভাল করে জানে ভালো ফর্মে কী করে ফিরে আসতে হবে।’’

এ বার আইপিলে ৯টি ম্যাচে কোহালির সংগ্রহ ২৫০ রান। গড় ২৭ রানের একটু বেশি। সর্বোচ্চ রান করেছেন এ বার আইপিএলে ৬৪। তাই জুনে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিরাটের এই খারাপ ফর্ম থাকবে কি না প্রবল চিন্তায় আছে সমর্থকরা। বিশেষ করে যখন টুর্নামেন্টের প্রথম ম্যাচেই যদি পাকিস্তানের চ্যালেঞ্জ সামনে থাকে। ৪ জুন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে। আশঙ্কা আরও একটা আছে। বিরাটদের ক্লান্তি। তবে আইপিএলের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে হলেও সহবাগ বলে দিচ্ছেন, ‘‘আমার মনে হয় না ক্লান্তি নিয়ে সমস্যা হবে।’’

IPL 2017 IPL 10 Cricket Virat Kohli Virender Sehwag
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy