Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ফের ওপেন করুক গম্ভীর

একেবারে শেষ পর্যায়ে এসে আইপিএল কিন্তু জমে উঠেছে। প্লে অফে ওঠার দৌড়ও এখন শেষ ল্যাপে। যেখানে হঠাৎ কলকাতা নাইট রাইডার্স নিজেদের নকআউট পরিস্থিতিতে দেখতে পাচ্ছে।

নজরে: গৌতম গম্ভীরের ব্যাটিং অর্ডার নিয়ে জল্পনা। ফাইল চিত্র

নজরে: গৌতম গম্ভীরের ব্যাটিং অর্ডার নিয়ে জল্পনা। ফাইল চিত্র

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৪:৪৫
Share: Save:

একেবারে শেষ পর্যায়ে এসে আইপিএল কিন্তু জমে উঠেছে। প্লে অফে ওঠার দৌড়ও এখন শেষ ল্যাপে। যেখানে হঠাৎ কলকাতা নাইট রাইডার্স নিজেদের নকআউট পরিস্থিতিতে দেখতে পাচ্ছে।

তবে পরিস্থিতি যাই হোক না কেন, আমি নিশ্চিত, প্লে-অফে ঠিক উঠে যাবে কেকেআর। তবে একটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। শনিবার ইডেনে গৌতম গম্ভীরের টিম নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বইয়ের বিরুদ্ধে ওই ম্যাচে ওরা হেরে গেলে অনেক অঙ্ক সামনে চলে আসবে। বিশেষ করে যদি সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুণে সুপারজায়ান্ট ওদের শেষ ম্যাচ জিতে যায় আর কিংগস ইলেভেন পঞ্জাব দু’টো ম্যাচে চার পয়েন্ট তুলে নেয়। সে রকম পরিস্থিতি হলে নেট রান রেটের গল্প সামনে চলে আসবে। কেকেআর নিশ্চয়ই সে পরিস্থিতিতে পড়তে চাইবে না।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গৌতম গম্ভীরের ইনিংস ওপেন করা উচিত। সুনীল নারাইন ওপেন করতে নেমে একটা ঝোড়ো ইনিংস খেলে দিতে পারে, কিন্তু গম্ভীর ওপেন করে সেট হয়ে গেলে ম্যাচ শেষ করে আসতে পারবে। সেই ক্ষমতা ওর আছে। তা ছাড়া উল্টো দিকে ক্রিস লিন থাকা মানে ব্যাটিংয়ে দ্রুত রান তোলার অস্ত্রও মজুত থাকল শুরুতে। রান রেট নিয়ে চিন্তা থাকবে না।

নাইটরা কী ভাবে ওদের বোলিং আক্রমণ সাজায় সেটা দেখারও আগ্রহ থাকল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-কে উড়িয়ে দিয়েছিল কেকেআরের পেসাররা। এ বার ওদের হাতে আছে উমেশ যাদব, নেথান কুল্টার নাইল এবং ট্রেন্ট বোল্ট। এর সঙ্গে স্পিনে যোগ করুন নারাইন এবং কুলদীপ যাদব-কে। সব মিলিয়ে কিন্তু নাইটদের বোলিং শক্তিও খুব ভাল।

আরও পড়ুন: আজ পঞ্জাব হারলে লাভ কলকাতার

ইডেনের এই নতুন পিচটা মুম্বই ইন্ডিয়ান্সের বেশ পছন্দ হবে। এই পিচে পেস এবং বাউন্স, দু’টোই আছে। যেটা ওদের স্ট্রোক প্লেয়ারদের পক্ষে আদর্শ হবে। কায়রন পোলার্ড, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, নীতীশ রানা— এরা সবাই কিন্তু ব্যাটে বল আসাটা পছন্দ করে। এই টুর্নামেন্টে মুম্বইকে দেখে সবচেয়ে ব্যালান্সড দল মনে হয়েছে। সেটা ব্যাটিংয়েই হোক কী বোলিংয়ে। যশপ্রীত বুমরা, মিচেল জনসন, মিচেল ম্যাকলেনাঘান, লাসিথ মালিঙ্গার মতো পেসার আছে টিমে। এর ওপর হরভজন সিংহও ভাল বল করছে। ফলে ওদের স্পিন বিভাগটা বেশ ভাল। ওদের ব্যাটিংয়ে হার্দিক সাত বা আট নম্বরে নামছে। তা হলেই বোঝা যায়, মুম্বইয়ের ব্যাটিং গভীরতা কতটা। মুম্বই চাইবে এক নম্বর দল হিসেবেই প্লে অফে খেলতে।

মোহালিতে পঞ্জাব যে কেকেআর-কে হারিয়ে দেবে, সেটা অনেকেই ভাবেনি। তবে প্লে-অফে যেতে গেলে পঞ্জাবকে কিন্তু ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। অন্য দিকে সানরাইজার্স একটু ভাল জায়গায় আছে আরসিবি-র বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচে এক পয়েন্ট পেয়ে। কিন্তু গত বারের চ্যাম্পিয়নকেও শেষ ম্যাচটা জিততে হবে। ওটাই গ্রুপে ডেভিড ওয়ার্নারদের শেষ ম্যাচ। ট্রফির লড়াইয়ে থাকতে গেলে যেটা জিততেই হবে সানরাইজার্সকে। মাঠের লড়াইয়ের সঙ্গে এ বার নার্ভেরও লড়াই শুরু।

যারা এই লড়াইয়ে জিতবে, তারাই শেষ হাসিটা হাসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE