Advertisement
E-Paper

টানা তিন বার, আইপিএলের ফাইনালে দল বদলে গেলেও শুভমন থেকে যান

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৮৫১ রান করেছেন শুভমন। তিনটি শতরান ছাড়াও রয়েছে চারটি অর্ধশতরান। ধারাবাহিক ভাবে রান করেছেন এ বারের আইপিএলে। ১৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আরও একটি ম্যাচ পাবেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৯:১৮
Shubman Gill

গত বার গুজরাতের হয়েই ফাইনাল খেলেছিলেন শুভমন। —ফাইল চিত্র।

একের পর এক আইপিএলের ফাইনাল খেলছেন শুভমন গিল। ২০২১, ২০২২ সালের পর ২০২৩, আইপিএল ফাইনালেও শুভমন গিল থাকছেন। এ বারের আইপিএলে তিনটি শতরান করা গুজরাত টাইটান্সের শুভমন রবিবার নামবেন দু’টি আইপিএল ফাইনাল খেলা এবং একটি জেতার অভিজ্ঞতা নিয়ে।

গত বার গুজরাতের হয়েই ফাইনাল খেলেছিলেন শুভমন। এ বারও সেই দলের হয়েই খেলবেন। ২০২১ সালে আইপিএলের ফাইনালে শুভমন খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সে বার ফাইনালে হেরে গিয়েছিলেন তাঁরা। নাইটরা ছেড়ে দিয়েছিল শুভমনকে। পরের বছর গুজরাত দলে নিয়েছিল তাঁকে। সেই বছর ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন শুভমন। তার আগের বছর কলকাতার হয়ে ১৭ ম্যাচে ৪৭৮ রান করেছিলেন তিনি।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৮৫১ রান করেছেন শুভমন। তিনটি শতরান ছাড়াও রয়েছে চারটি অর্ধশতরান। ধারাবাহিক ভাবে রান করেছেন এ বারের আইপিএলে। ১৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আরও একটি ম্যাচ পাবেন। সেই ম্যাচে ১২৩ রান করলে ভেঙে দেবেন বিরাট কোহলির এক আইপিএলে ৯৭৩ রানের রেকর্ড। ২৩ বছরের শুভমন গিল আইপিএল খেলছেন ২০১৮ সাল থেকে। প্রথম চার বছর কলকাতার হয়ে খেলেছিলেন তিনি। ধারাবাহিক ভাবে রান করলেও তাঁকে ছেড়ে দিয়েছিল কলকাতা। কলকাতার হয়ে চার বছরে ১০টি অর্ধশতরান করেছিলেন শুভমন। ৫৮টি ম্যাচে তিনি করেছিলেন ১৪১৭ রান। গুজরাতের হয়ে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচ খেলে শুভমন করেছেন ১৩৩৪ রান। আইপিএলের ফাইনালেও তাঁর ব্যাটে বড় রান দেখতে চাইবেন সমর্থকরা।

ভারতের হয়েও নিয়মিত সুযোগ পাচ্ছেন তরুণ ওপেনার। আইপিএলে এ বার তিনি যে ছন্দে খেললেন এই বছর ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপেও শুভমনকে বড় ভরসা হিসাবেই দেখবেন সমর্থকরা।

IPL 2023 Shubman Gill Gujarat Titans KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy