Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

দেশে ফিরলেন ডেভিলিয়ার্স

এত খারাপ কখনও হয়নি বেঙ্গালুরুর। তারকা খচিত দলের যে এই পরিণতি হবে তাই বা কে জানত। যে দলে বিরাট কোহালি, এবি ডেভিলিয়ার্স, ক্রিস গেইলরা রয়েছেন তাদের এই অবস্থার কারণ নিয়ে হয়ত বিশ্লেষণে বসবে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

এবি ডেভিলিয়ার্স। ছবি: পিটিআই।

এবি ডেভিলিয়ার্স। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৮:৩২
Share: Save:

এত খারাপ কখনও হয়নি বেঙ্গালুরুর। তারকা খচিত দলের যে এই পরিণতি হবে তাই বা কে জানত। যে দলে বিরাট কোহালি, এবি ডেভিলিয়ার্স, ক্রিস গেইলরা রয়েছেন তাদের এই অবস্থার কারণ নিয়ে হয়ত বিশ্লেষণে বসবে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। কিন্তু প্লে-অফের আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে গতবারের রানার্সদের। ১৩টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দু’টিতে। হাতে এখনও রয়েছে এক ম্যাচ। যেখান থেকে কিছুই আশা করার নেই। তাই আইপিএলে তাঁদের খেলা শেষ হওয়ার আগেই দেশে ফিরলেন এবি। চোটের জন্য শুরু থেকে খেলতে পারেননি। ফিরেও সেরাটা দিতে পারেননি। তাঁর মোট রান ২১৬। পিঠের ব্যথার জন্য উইকেটকিপিংও করতে পারেননি।

আরও খবর: প্লে-অফের জটিল অঙ্কে কোথায় দাঁড়িয়ে কোন দল

দেশে ফিরে টুইটও করেন। সেখানে এবি লেখেন ‘২০১৭ আইপিএল হতাশাজনক। আমাদের কঠিন শিক্ষা হয়েছে। যেটা আমরা পরের বছর কাজে লাগাব। বাড়িতে ফিরে খুব ভাল লাগছে।’ এবির পর টুইটে বিরাট কোহালি লিখেছেন ‘আরসিবির সমর্থকদের ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। দুঃখিত নিজেদের সেরাটা দিতে মা পারার জন্য।’ এর মধ্যে থেকেই দিল্লির বিরুদ্ধে জিতেই শেষ করতে চাইছে কোহালিরা। ১৪ মে ফিরোজ শাহ কোটলায় শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

দেশে ফিরে টুইটও করেন। সেখানে এবি লেখেন ‘২০১৭ আইপিএল হতাশাজনক। আমাদের কঠিন শিক্ষা হয়েছে। যেটা আমরা পরের বছর কাজে লাগাব। বাড়িতে ফিরে খুব ভাল লাগছে।’ এবির পর টুইটে বিরাট কোহালি লিখেছেন ‘আরসিবির সমর্থকদের ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। দুঃখিত নিজেদের সেরাটা দিতে মা পারার জন্য।’ এর মধ্যে থেকেই দিল্লির বিরুদ্ধে জিতেই শেষ করতে চাইছে কোহালিরা। ১৪ মে ফিরোজ শাহ কোটলায় শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

দেশে ফিরে টুইটও করেন। সেখানে এবি লেখেন ‘২০১৭ আইপিএল হতাশাজনক। আমাদের কঠিন শিক্ষা হয়েছে। যেটা আমরা পরের বছর কাজে লাগাব। বাড়িতে ফিরে খুব ভাল লাগছে।’ এবির পর টুইটে বিরাট কোহালি লিখেছেন ‘আরসিবির সমর্থকদের ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। দুঃখিত নিজেদের সেরাটা দিতে মা পারার জন্য।’ এর মধ্যে থেকেই দিল্লির বিরুদ্ধে জিতেই শেষ করতে চাইছে কোহালিরা। ১৪ মে ফিরোজ শাহ কোটলায় শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE