নিজামের শহরে রবিবার রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই। এই জয়ের সঙ্গেই পুণে সুপারজায়ান্টকে হারিয়ে আইপিএল ট্রফির খেতাবে হ্যাটট্রিকও করল রোহিত শর্মার দল।
পুণের হারের পর, সে দিন সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজির মালিকের ভাই হর্ষ গোয়েঙ্কাকে ট্রোল করতে শুরু করেন ধোনি ভক্তরা। স্টিভ স্মিথকে উদ্দেশ্য করে তাঁরা বলতে থাকেন গোয়েঙ্কার ‘কিঙ্গ অব জঙ্গলে’র জন্য দু’মিনিটের নিরবতা পালন করা হোক। কেউ আবার গোয়েঙ্কাদের কটাক্ষ করে লেখেন, ‘কাউকে কষ্ট দিও না, কর্ম এ ভাবেই ফিরে আসে।’
আরও পড়ুন- পুণেকে ১ রানে হারিয়ে তৃতীয় আইপিএল ট্রফির স্বাদ পেল মুম্বই