Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

ভাগ্যিস সঞ্জু আমার ক্যাচটা ফেলেছিল: যুবরাজ

সানরাইজার্স হায়দরাবাদের অশ্বমেধের ঘোড়া মঙ্গলবার ঘরের মাঠে থামিয়ে দেয় দিল্লি। আর তারই ময়নাতদন্ত করতে গিয়ে বেশ কিছু প্রসঙ্গ তুলে আনলেন হায়দরাবাদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান যুবরাজ সিংহ।

যুবরাজ সিংহ। ছবি: এএফপি।

যুবরাজ সিংহ। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৮:০৩
Share: Save:

সানরাইজার্স হায়দরাবাদের অশ্বমেধের ঘোড়া মঙ্গলবার ঘরের মাঠে থামিয়ে দেয় দিল্লি। আর তারই ময়নাতদন্ত করতে গিয়ে বেশ কিছু প্রসঙ্গ তুলে আনলেন হায়দরাবাদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান যুবরাজ সিংহ। মঙ্গলবারের হারের প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘‘ম্যাচের প্রথম ৬ ওভারে অনেক বেশি রান দেওয়া ও করুণের ক্যাচ মিস আমাদের হারের মূল কারণ। এ দিনের শুরুটাও বোলাররা ভাল করতে পারেনি। সেই সময় বেশ কিছু উইকেট তুলে নেওয়া গেলে দলের পক্ষে ভাল হত। কিন্তু তা না হওয়ার সুযোগ নিয়ে ওদের সব ব্যাটসম্যানরা প্রায় ৩০-৪০ রানের ইনিংস খেলে।’’

আরও খবর: নারাইন অস্ত্রে আজ আটকাও বেন স্টোকসকে

মঙ্গলবার আশিস নেহরার অনুপস্থিতিও দলকে সমস্যায় ফেলেছে বলে মনে করেন যুবি। বলেন, ‘‘আমাদের বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার এবং রাশিদ খানের মত নির্ভরশীল বোলার রয়েছে। সিরাজ এবং কাউল ভাল বল করলেও ওদের এখনও অনেক শেখার আছে। নেহরা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরলে আমাদের বোলিং আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।’’ বোলাররা যাই করুক না কেন তিনি কিন্তু ব্যাট হাতে সফল। যদিও তাঁর ৭০ রানের ইনিংস হায়দরাবাদকে জয় এনে দিতে পারেনি। যুবি বলেন, ‘‘আমার জন্য রান পাওয়াটা খুবই দরকার ছিল। শেষ ৩-৪টি ইনিংসে সেট হওয়ার জন্য ঠিক মত সময় পাইনি। উইকেটের চরিত্র না বুঝে খেলা সে সময় বেশ কঠিন ছিল। তাই এ দিন শেষ অবধি ম্যাচ ধরে রেখে বড় শটের জন্য গিয়েছি।’’ এদিন ২৯ রানে তাঁর ক্যাচ ফেলেন সঞ্জু স্যামসং। তার পরই অপরাজিত ৭০ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। যুবি অবশ্য নিজেকে ভাগ্যবাণ বলছেন। ‘‘আমি খুবই ভাগ্যবান যে ওই সময় ইনিংসের শুরুতে সঞ্জু আমার ক্যাচ মিস করে। যেটা আমি পরে কাজে লাগিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yuvraj Singh Cricketer Cricket IPL 2017 IPL 10
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE