Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Harshal Patel

Harshal Patel: সেই কেকেআরের বিরুদ্ধেই নজির, হর্ষল ছুঁয়ে ফেললেন সিরাজকে

আইপিএলে সিরাজের পর হর্ষলই এক মাত্র বোলার যিনি একই ম্যাচে দু’টি মেডেন ওভার করলেন। এ বারও দু’জনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন।

হর্ষল পটেল।

হর্ষল পটেল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১০:০৭
Share: Save:

বুধবার আইপিএলের ম্যাচে হর্ষল পটেল প্রথম দু’ওভারে দু’টি উইকেট তুলে নিয়েছিলেন। দু’টি ওভারই মেডেন ছিল। সেই সময় হর্ষলের বোলিং বিশ্লেষণ ছিল ২-২-০-২। সেটিকেই ম্যাচের সেরা মুহূর্ত বেছেছিল আনন্দবাজার অনলাইন। দু’টি মেডেন নিয়ে হর্ষল ছুঁয়ে ফেললেন মহম্মদ সিরাজকে।

আইপিএলে সিরাজের পর হর্ষলই এক মাত্র বোলার যিনি একই ম্যাচে দু’টি মেডেন ওভার করলেন। এ বারও দু’জনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার ওভার বল করে হর্ষল ১১ রান দিয়ে দু’উইকেট নেন।

হর্ষলের মতো সিরাজও এক ম্যাচে দু’টি মেডেন ওভার করার নজির গড়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। ২০২০ সালের আইপিএলে কলকাতার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের সেই ম্যাচে চার ওভার বল করে সিরাজ দু’টি মেডেন করেছিলেন। আট রান দিয়ে তুলে নিয়েছিলেন রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা ও টম ব্যান্টনের উইকেট। তিনিই ম্যাচের সেরা হয়েছিলেন। বুধবার অবশ্য হর্ষল নন, ম্যাচের সেরা হন আরসিবি-র ওয়ানিন্দু হসরঙ্গ।

গত আইপিএলে ৩২টি উইকেট নিয়ে হর্ষল প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। এ বার তাঁকে নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে রেখে দিতে সক্ষম হয় বেঙ্গালুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE