কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। ম্যাচের সেরা মুহূর্তটি এল লখনউ ম্যাচের ১৯তম ওভারে।
লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ এক রাশ হতাশা দিল কলকাতা অধিনায়ক শ্রেয়স আয়ারকে। বিপক্ষের একটাও উইকেট ফেলতে পারলেন না কেকেআর বোলাররা। লখনউয়ের দুই ওপেনারের মধ্যে বেশি আক্রমণাত্মক ছিলেন কুইন্টন ডি’কক। ৭০ বলে অপরাজিত ১৪০ রানের ইনিংসে মেরেছেন ১০টি চার এবং ১০টি ছয়। ইনিংসের ১৯তম ওভারে কলকাতার অন্যতম স্ট্রাইক বোলার টিম সাউদিকে চারটি ছয় মারেন কক। কিউয়ি জোরে বোলার যেখানেই বল ফেলেছেন, সেখান থেকেই মাঠের বাইরে উড়িয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটার। সেই ওভারে সাউদি দেন ২৭ রান।