গত আইপিএলের মাঝ পথে ছেঁটে ফেলায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বদলা নিলেন, এমন তত্ত্ব মানতে নারাজ দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার।
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আক্রমণাত্মক ব্যাটার হিসেবেই পরিচিত। সেই ঘটনার পর ওয়ার্নার শুধু ছন্দেই ফেরেননি, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন।
হায়দরাবাদ তাঁকে কার্যত তাড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার প্রথম তাদের বিরুদ্ধে মাঠে নামলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। খেলেছেন বিস্ফোরক ইনিংস। ৫৮ বলে অপরাজিত ৯২ রানের দুরন্ত ইনিংসটি তিনি সাজিয়েছেন ১২টি চার এবং ৩টি ছয় দিয়ে। তাঁর অনবদ্য ইনিংসই বৃহস্পতিবার হায়দরাবাদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। ওয়ার্নার অবশ্য এই ইনিংসকে গত বছরের অপমানের বদলা হিসেবে দেখছেন না।
দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি ওয়ার্নার। এই ম্যাচকেও আরও পাঁচটা ম্যাচের মতোই দেখছেন তিনি। ম্যাচের পর ওয়ার্নার বলেছেন, ‘‘আমার কোনও বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমরা সকলেই দেখেছি অতীতে কী হয়েছে। কিন্তু এটা আরও একটা ভাল জয় ছাড়া কিছু নয়।’’