এ বারের আইপিএলে টস জিতে বেশির ভাগ অধিনায়ক আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যতিক্রম ছিলেন না শ্রেয়স আয়ারও। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার শনিবার অন্য পথে হাঁটলেন। আগে যে সাতটি ম্যাচে টস জিতেছিলেন, তার সব ক’টিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হঠাৎ শনিবার মরণবাঁচন ম্যাচে উল্টো পথে কেন হাঁটলেন, জানালেন শ্রেয়স নিজেই।
পুণেতে টস জিতে তিনি বলেন, “এই মাঠে যে দল আগে ব্যাট করেছে তারা জিতেছে। সেই কারণেই টস জিতে ব্যাট করতে চাই আমরা।” শনিবার চোটের কারণে দলে পাওয়া যাচ্ছে না প্যাট কামিন্সকে। তাঁর জায়গায় দলে এসেছেন উমেশ যাদব। আগের দু’টি ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি তিনি। বসিয়ে দেওয়া হয়েছে শেল্ডন জ্যাকসনকে। তাঁর বদলে চতুর্থ বিদেশি হিসেবে দলে এলেন স্যাম বিলিংস।