খেলার পাশাপাশি দলের ক্রিকেটারদের নিয়ে নানা মজার ভিডিয়ো প্রকাশ করে রাজস্থান রয়্যালস। এ বার নিশানায় দলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর সঙ্গে মজা করলেন তিন সতীর্থ যুজবেন্দ্র চহাল, দেবদত্ত পাড়িক্কল ও কেসি কারিয়াপ্পা। ফোটোশ্যুটের মাধ্যমে তাঁরা মজা করেন প্রসিদ্ধের সঙ্গে।
সম্প্রতি রাজস্থানের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রসিদ্ধের জন্য একটি ভুয়ো ফোটোশ্যুটের আয়োজন করা হয়েছে। দলের কর্মীদের সঙ্গে নিয়ে পরিকল্পনা করেছেন তিন ক্রিকেটার। দেখা যাচ্ছে, একটি জায়গায় সেই ফোটোশ্যুট চলাকালীন অন্য ঘরে বসে টেলিভিশনে তা দেখছেন চহালরা। এমনকি, সেখানে বসে কর্মীদের নির্দেশ দিচ্ছেন পাড়িক্কল। সেই অনুযায়ী প্রসিদ্ধকে বেশ কিছু সংলাপ বলতে বলা হচ্ছে। নানা রকমের অঙ্গভঙ্গী করে দেখাতে বলা হচ্ছে তাঁকে। সেই সব মেনে তা করার চেষ্টাও করছেন প্রসিদ্ধ।