Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rashid Khan

IPL 2022: নিজেকে স্পিন-ফাস্ট বোলার ভাবেন রশিদ

‘রহস্য-স্পিনার’ সম্পর্কে রশিদের ব্যাখ্যা, “বোলিং করার সময় আপনি কতটা ঠিক লাইন ও লেংথ বজায় রেখে নিজের কাজটা করতে পারছেন, তার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। সেটার উপরে নিয়ন্ত্রণ যত বাড়বে, আপনি সফল হবেনই। এটা বাদ দিলে রহস্য বলে কিছু নেই বলে আমি মনে করি।”

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ০৭:২৫
Share: Save:

কুড়ির ক্রিকেটে তাঁর লেগস্পিনের ঘূর্ণি সামলানো এক বড় পরীক্ষা ব্যাটারদের কাছে। কিন্তু তিনি, আফগানিস্তানের তারকা রশিদ খান নিজেকে জোরে বোলার হিসেবে ভাবতেই পছন্দ করেন।

আজ, শনিবার রাতের ম্যাচে পুণেতে গুজরাত টাইটান্সের লড়াই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। প্রথম ম্যাচে জিতে দুই শিবিরই চাঙ্গা হয়ে রয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক পাণ্ড্যের সহকারী রশিদ জানিয়ে দিয়েছেন, তিনি নিজেকে রিস্টস্পিনার (যাঁরা কব্জির মোচড়ে বল ঘোরান) বলতে পছন্দ করেন না। কুড়ির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ইতিমধ্যে ৩১২ ম্যাচে ৪৩৬ উইকেট নিয়ে ফেলা এই আফগান লেগস্পিনার বলেছেন, “আমি একজন স্পিন-ফাস্ট বোলার হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। যে গতিতে আমি সচরাচর বোলিং করে থাকি, সেখানে বলকে ঘোরানো খুব সহজ কাজ নয়। ফলে আমি মনে করি, এই ধরনের বোলিং ধারাবাহিক ভাবে করে যেতে বিশেষ ধরনের দক্ষতা এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে।” সেখানেই না থেমে রশিদ আরও বলেছেন, “যে গতিতে আমি বোলিং করে থাকি, তা অনেক ক্ষেত্রে ঘণ্টায় ৯৬ থেকে ১০০ কিমি পর্যন্ত হয়ে থাকে। ওই গতিতে বলকে ঠিক মতো ঘোরানো কিন্তিু সম্ভব নয়। সত্যি বলতে, ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিমি গতিতে বোলিং করার চেয়ে এটা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে।” যোগ করেন, “আসলে প্রত্যেক মুহূর্তে নেটে বোলিং করার সময় আমি নানা ধরনের পরীক্ষা করতে ভালবাসি। সেটা কিন্তু এখন দারুণ কাজে লাগছে।”

গুজরাত তারকা জানিয়েছেন, নিজেকে যেমন প্রথাগত লেগস্পিনার মনে করেন না, তেমনই ‘রহস্য স্পিনার’ নামক শব্দবন্ধেও আগ্রহ নেই। রশিদ বলেছেন, “নিজেকে কী করেই বা লেগস্পিনার বলতে পারি! একজন স্পিনারকে ভাল কিছু করতে হলে কব্জির মোচড়ের উপরে জোর দিতে হয়। আমি সে ভাবে কব্জির ব্যবহার করি না। বরং আমি আঙুলকে বেশি ব্যবহার করে থাকি। আমাকে ফিঙ্গার স্পিনার বলাটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য হবে।”

‘রহস্য-স্পিনার’ সম্পর্কে রশিদের ব্যাখ্যা, “বোলিং করার সময় আপনি কতটা ঠিক লাইন ও লেংথ বজায় রেখে নিজের কাজটা করতে পারছেন, তার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। সেটার উপরে নিয়ন্ত্রণ যত বাড়বে, আপনি সফল হবেনই। এটা বাদ দিলে রহস্য বলে কিছু নেই বলে আমি মনে করি।”

আজ আইপিএলে: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস (সন্ধে ৭.৩০ থেকে। স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashid Khan Gujarat Titans IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE