রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আজ গলা ফাটাবেন বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিরা। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ যাত্রা পুরোপুরি নির্ভর করছে দিল্লি ক্যাপিটালসের হারের উপরে। আজ, শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস জিতলে তারাই চলে যাবে প্লে-অফে। কিন্তু তারা হেরে গেলেই ইডেনে আসার ছাড়পত্র নিশ্চিত হয়ে যাবে আরসিবি শিবিরের।
ফ্যাফের দল ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ঋষভরা। শনিবার মুম্বইকে তারা হারালেই উঠে আসবে চতুর্থ স্থানে। কারণ, আরসিবির নেট রানরেট -০.২৫৩। অন্য দিকে দিল্লির +০. ২৫৫। নেট রানরেটে এগিয়ে থাকায় আর দু’পয়েন্ট পেলেই প্লে-অফ যাত্রা নিশ্চিত হয়ে যাবে দিল্লির।
মরণ-বাঁচন ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কোচ রিকি পন্টিং জানিয়ে দিলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যাটে রান দেখতে চান তিনি। বলেছেন, ‘‘ক্রিকেটারদের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে আমার। মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা ওরা করবেই। শেষ দু’টি ম্যাচ জিতে আমরা অনেকটাই আত্মবিশ্বাসী। আশা করব, শেষ ম্যাচেও দাপটের সঙ্গে খেলবে ছেলেরা।’’