তীরে এসে তরী ডুবল। শ্রেয়স আয়ার, অ্যারন ফিঞ্চের ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে গেল রাজস্থান রয়্যালস। ২১৮ রান তাড়া করতে নেমে অধিনায়কের ইনিংস খেললেন শ্রেয়স। রান করলেন অ্যারন ফিঞ্চও। কিন্তু বাকি ব্যাটাররা কেউ তাঁদের সাহায্য করতে পারলেন না। এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নিলেন যুজবেন্দ্র চহাল। তাঁর ৫ উইকেটের দাপটে শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ হারল কেকেআর।
প্রথমে ব্যাট করতে নেমে ফের এক বার নিজের জাত চেনালেন রাজস্থানের ওপেনার জস বাটলার। মুম্বই ম্যাচের রিপ্লে দেখা গেল। প্রথম কয়েকটা বল দেখে খেলার পরে শুরু করলেন হাত খুলে খেলা। কলকাতার হয়ে প্রতিটি ম্যাচে দুরন্ত শুরু করা উমেশ যাদবের বিরুদ্ধে বড় শট খেলা শুরু করলেন তিনি। তার পরে প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী কাউকে রেয়াত করলেন না।
মাঠের চার দিকে শট খেলছিলেন বাটলার। ব্যাটিং সহায়ক উইকেটে খারাপ বল করলেন কলকাতার বোলাররা। বরুণ যে তাঁর ছন্দে নেই তা বোঝা গেল প্রথম ওভারেই। প্রচুর রান দিলেন কামিন্সও। এক মাত্র সুনীল নারাইন নিজের ছন্দে বল করলেন। তিনি না থাকলে কপালে আরও দুঃখ ছিল কেকেআরের। মাত্র ২১ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি।