এ বারের আইপিএলে সব থেকে বেশি ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু এ বার ব্যাট হাতে ভাল খেলতে পারেননি তিনি। যদিও নিজের খেলা নিয়ে সাফাই দিলেন ঈশান কিশন। তাঁর দাবি, বিশ্বের সেরা ক্রিকেটাররাও কোনও না কোনও সময় খারাপ খেলেন।
এ বারের আইপিএলে ১৩ ম্যাচে ৩৭০ রান করেছেন ঈশান। গড় ৩০.৮৩। তিনটি ম্যাচে অর্ধশতরান করেছেন। মুম্বইয়ের হয়ে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। কিন্তু ঈশানের কাছে যে ক্রিকেট রোহিত শর্মারা আশা করেছিলেন তা হয়নি। তার ফলে প্রথম দল হিসাবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে মুম্বই।