চেন্নাই সুপার কিংস দল থেকে তিনি ছিটকে গিয়েছেন চোটের জন্য। দলও ছিটকে গিয়েছে আইপিএল থেকে। এমন অবস্থায় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উদ্দেশে মজার মন্তব্য করলেন রবীন্দ্র জাডেজা। বলে দিলেন, দলের ক্রিকেটারদের মধ্যে আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কাটান ধোনিই।
সাজঘরের অন্দরমহলের খবর নিয়ে আড্ডা মারছিলেন জাডেজা, ডেভন কনওয়ে এবং সিমরজিৎ সিংহ। সেখানেই এ কথা বলেন জাডেজা। শুধু আয়নার সামনে সময় কাটানোই নয়, জাডেজার মতে, দলের সবচেয়ে বড় খাদ্যরসিকও ধোনি।