মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকাকালীন ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হন যুজ়বেন্দ্র চহাল। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের চ্যাট শো-এ আর অশ্বিনকে খোলাখুলি আলোচনায় তা তুলে ধরেন তারকা লেগস্পিনার।
চহাল বললেন, ‘‘আমি কখনও এই গল্প বলিনি। কেউ জানে না। কিন্তু আজ এই ঘটনা সবার সামনে তুলে ধরতে চাই।’’ চহালের কথা বলার ধরন শুনে অশ্বিনও অবাক হয়ে যান। বরাবরই মজা করতে পছন্দ করেন চহাল। কিন্তু তাঁর সঙ্গে কী এমন ঘটল? চহাল বলতে থাকেন, ‘‘২০১৩ সালে আমি যখন মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলাম, তখনকার ঘটনা। বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পার্টি চলছিল। সেখানে একজন ক্রিকেটার প্রচণ্ড মদ্যপান করে ফেলেছিল। তার নাম প্রকাশ করতে চাই না। এতটাই পান করে ফেলেছিল যে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। তারপর সে আমাকে তার কাছে ডাকে এবং ব্যালকনিতে নিয়ে যায়।’’ চহাল আরও বলেন, ‘‘ব্যালকনি নিয়ে গিয়ে পিছন থেকে আমার দু’টো হাত শক্ত করে ধরে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়। ১৫ তলা থেকে নীচে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। সেই মুহূর্তে আমার হাত ফস্কে গেলে কোনও ভাবেই কেউ বাঁচাতে পারত না। ভাগ্যিস কয়েক জন সেই পরিস্থিতি দেখে ফেলে এবং আমাকে বাঁচাতে ছুটে আসে।’’
সেই ঘটনার পরে বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন চহাল। বললেন, ‘‘বেশ কিছুক্ষণ আমি অচৈতন্য অবস্থায় পড়ে ছিলাম। সেটাই আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর মুহূর্ত। সেই মুহূর্ত আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘তার পর থেকে ক্রিকেট আমাকে আরও শক্তি দিয়েছে। এই অভিজ্ঞতা কোনও দিন ভুলতে পারব না।’’