আইপিএলে আবার কেলেঙ্কারির কালো ছায়া। এ বার জুয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। দিল্লি, যোধপুর, জয়পুর এবং হায়দরাবাদের বেশ কিছু ব্যক্তির উপর সন্দেহ রয়েছে তাদের। মূল সন্দেহের তীর পাকিস্তানের দিকে।
আইপিএলের ম্যাচ নিয়ে জুয়ায় যুক্ত রয়েছে পাকিস্তান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে আসা তথ্য তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। তদন্তও শুরু করেছে সিবিআই।
এক ব্যক্তির উপর সন্দেহ রয়েছে, যিনি সারা ভারত জুড়ে জুয়া খেলতেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার সিবিআই দু’টি মামলা করেছে। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, ভারতীয় দণ্ডবিধি জালিয়াতি এবং দুর্নীতি প্রতিরোধ আইন।