Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

বেঙ্গালুরু, পুণের পর এ বার দিল্লি বধ গম্ভীর ব্রিগেডের

প্রথমে ব্যাট করে কলকাতার সামনে ১৬১ রানের টার্গেট রাখল দিল্লি। ওপেনার সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এল ৩৮ বলে ৬০ রান। তাঁর এই ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। তিন নম্বরে নেমে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে ভরসা দিলেন শ্রেয়াস আয়ার।

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১৭:৫৪
Share: Save:

দিল্লি ১৬০/৬ (২০ ওভার)

কলকাতা ১৬১/৩ (১৬.২ ওভার)

প্রথমে ব্যাট করে কলকাতার সামনে ১৬১ রানের টার্গেট রাখল দিল্লি। ওপেনার সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এল ৩৮ বলে ৬০ রান। তাঁর এই ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। তিন নম্বরে নেমে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে ভরসা দিলেন শ্রেয়াস আয়ার। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রান করল দিল্লি ডেয়ারডেভিলস। লক্ষ্যে নেমে সহজ জয় তুলে নিল কেকেআর। আবারও সেই গৌতম গম্ভীর আবারও রবিন উথাপ্পা।

আরও খবর: সুকমার শহিদ-সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবেন গম্ভীর

টস ভাগ্যটা বেশ ভাল যাচ্ছে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের। পুণেতে টস জিতে ম্যাচ জিতে নেওয়ার পর দিল্লির বিরুদ্ধেও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। পর পর জিতে দারুণ ছন্দে রয়েছে গম্ভীর ব্রিগেড। উল্টোদিকে, ততটাই খারাপ অবস্থা দিল্লি ডেয়ারডেভিলসের। আজকের লড়াই আসলে শীর্ষে থাকা কলকাতার সঙ্গে লিগ তালিকার সবার নিচে থাকা দিল্লির। প্রথম তিন ম্যাচ জিতে যে ভাবে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে এসেছে কলকাতা। ঠিক ততটাই তিন ম্যাচ হেরে ব্যাকফুটে দিল্লি। যদিও কলকাতার মাঠে জয়ে ফেরার স্বপ্ন দেখছে জাহির খান অ্যান্ড ব্রিগেড। যেটা খুব সহজ হবে না অ্যাওয়ে টিমের জন্য।

তিন উইকেট নিলেন কুল্টার নাইল।

বেঙ্গালুরু ম্যাচে তিন উইকেট নেওয়া কুল্টার নাইলকে পুণে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু আবার ফিরিয়ে আনা হয়েছে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে। যদিও তাতে জয় আটকায়নি নাইটদের। বরং নাইট শিবিরে এখন শেষ চারে যাওয়ার লক্ষ্যে। বিরাট কোহালির বেঙ্গালুরু ইতিমধ্যেই প্রায় ছিটকে গিয়েছে আইপিএল থেকে। কলকাতারও শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত। এমন অবস্থায় জয় ছাড়া আর কিছু ভাবছে না টিম কেকেআর।

যেমন ভাবা তেমনই কাজ। শুরুতেই একটা বাউন্ডারি হাঁকিয়েই প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন সুনীল নারিন। এর পর কলকাতা দলের হাল ধরেন অধিনায়ক গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা। ৩৩ বলে ৫৯ রান করে রান আউট হয়ে ফেরেন উথাপ্পা। এর পর বাকি কাজটি করে দেন গম্ভীর ও শেলডন জ্যাকসন। ৫২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন গম্ভীর। ১১টি বাউন্ডারি হাঁকান তিনি। ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন জ্যাকসন। তাঁর ব্যাট থেকে আসে ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। মাঝে মনীশ পাণ্ড্য আউট হন ৫ রানে। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কেকেআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE