Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুর্ধর্ষ জয়ে এখনো সুতোয় ঝুলছে পঞ্জাবের ভাগ্য, ফের ব্যর্থ বিরাটরা

এ বারও ব্যর্থ বিরাটরা। শুক্রবার চিন্নস্বামী সাক্ষী থাকল আইপিএলের অন্যতম লো স্কোরিং ম্যাচের। আইপিএলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম উদাহরণ বেঙ্গালুরু-পঞ্জাব ম্যাচ।

এ বারও ব্যর্থ বিরাটরা। ছবি: বিসিসিআই।

এ বারও ব্যর্থ বিরাটরা। ছবি: বিসিসিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০১:২৩
Share: Save:

এ বারও ব্যর্থ বিরাটরা। শুক্রবার চিন্নস্বামী সাক্ষী থাকল আইপিএলের অন্যতম লো স্কোরিং ম্যাচের।

আইপিএলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম উদাহরণ বেঙ্গালুরু-পঞ্জাব ম্যাচ। চরম লো স্কোরিং থ্রিলিংয়ে বেঙ্গালুরুকে ১৯ রানে পরাজিত করল ম্যাক্সওয়েলের পঞ্জাব।

হারলেই প্লে-অফের বাইরে, এমন এক পরিস্থিতিতে খেলতে নেমে শুরুটা ভাল ছিল না কিংস ইলেভেন পঞ্জাবের। এ দিন চিন্নাস্বামীতে টসে জিতে প্রীতির দল পঞ্জাবকে ব্যাট করতে পাঠায় বিরাটের বেঙ্গালুরু। ঘরের মাঠে সম্মান রক্ষার লড়াইয়ে নেমে এ দিন প্রথম থেকেই আক্রামণাত্মক ছিলেন গেইল-ডেভিলির্য়ারসরা। ম্যাচের প্রথম ওভারেই পঞ্জাবের আমলাকে ১ রানে আউট করে বেঙ্গালুরুকে প্রথম সাফল্য এনে দেন অনিকেত চৌধুরি। এর পর নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে পঞ্জাব। ৯ রান করে অরবিন্দের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার মার্টিন গাপ্টিল। সুযোগ পেয়েও পরপর দু’ম্যাচেই ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের এই বিস্ফোরক ব্যাটসম্যান। এর পরই নেগিকে উইকেট দিয়ে ফেরেন পঞ্জাবের গত ম্যাচের নায়ক শন মার্শ। এই সময় পঞ্জাব ব্যাটিং লাইনআপের প্রয়োজন ছিল এমন এক ব্যাটসম্যানের যে ইনিংসটা ধরে নিয়ে যেতে পারে, কিন্তু এখানেও ব্যর্থ ম্যাক্সওলের দল। শুরুটা ভাল করলেও ২৫ রানের মাথায় আউট হন মনন ভোরা। এর পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি পঞ্জাব। কিছুটা লড়াই করলেও ২১ রানে ওয়াটসনের বলে আউট হন ঋদ্ধিমান সাহাও। পঞ্জাবের হয়ে সবার্ধিক ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন অক্ষর পটেল।

আরও পড়ুন...
বিধ্বংসী ইনিংসের রহস্য ফাঁস ঋষভের

বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট পান চাহাল ও অনিকেত চৌধুরি। একটি করে উইকেট নেন পবন নেগি, শ্রীনাথ অরবিন্দ এবং শেন ওয়াটসন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইল এবং অধিনায়ক কোহালির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। এর পর নিয়মিত সময়ের ব্যবধানে প্যভিলিয়নে ফিরতে থাকেন ডেভিলিয়ার্স, কেদার যাদব, ওয়াটসনরা। পঞ্জাবের সন্দিপ ও পটেলের বোলিং দাপটে বেঙ্গালুরুর মেরুদন্ড ভেঙে যায়। এর আগেই ধারাবাহিক হারে বেঙ্গালুরু প্লে-অফের বাইরে চলে গিয়েছে। এখন সম্মান রক্ষার ম্যাচ গুলিতেও সম্পূর্ণ ব্যর্থ বিরাট বাহিনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE