Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

বোলারদের জন্যই জিতলাম: গম্ভীর

চিন্নাস্বামীতে বলিউড বাদশা যতই হাজির থাকুন না কেন কাঁটা তখন বৃষ্টি। ম্যাচ ভেস্তে গেলে নাইট রাইডার্সই যে আইপিএল থেকে ছিটকে যাবে।

নিজস্ব প্রতিবেদন
১৮ মে ২০১৭ ০৫:০১
অধিনায়কোচিত: মাথা ঠান্ডা রেখে জেতালেন গম্ভীর। পিটিআই

অধিনায়কোচিত: মাথা ঠান্ডা রেখে জেতালেন গম্ভীর। পিটিআই

চিন্নাস্বামীতে বলিউড বাদশা যতই হাজির থাকুন না কেন কাঁটা তখন বৃষ্টি। ম্যাচ ভেস্তে গেলে নাইট রাইডার্সই যে আইপিএল থেকে ছিটকে যাবে। এলিমিনেটর জিতে মুম্বইয়ের সামনে পড়বে সানরাইজার্স। বৃষ্টির ভ্রুকুটির মধ্যে এই সময় নাইট ভক্তদের জন্য ভেসে এল বাদশার টুইট, ‘‘দারুণ একটা মরসুম আর বাকি সবকিছুর জন্য ধন্যবাদ আইপিএল-কে। বৃষ্টি যদি না থামে বা ম্যাচ শুরু না হয়, তা হলে এ ভাবেই আইপিএলকে এ বার বিদায় জানাতে হবে।’’

শেষ পর্যন্ত অবশ্য কেকেআর সমর্থকদের প্রার্থনা সফল। বৃষ্টির ভ্রুকুটি সরিয়ে রাত ১টা নাগাদ খেলা শুরু হওয়ার পরে ম্যাচ জিতিয়ে গৌতম গম্ভীর হাসি ফোটালেন নাইট সমর্থকদের মুখে। বাদশা যে মুহূর্তটা সেলিব্রেট করলেন ‘ফিস্ট পাম্প’ করে। আর নাইট অধিনায়ক বললেন, ‘‘বোলাররাই আমাদের জেতাল। ব্যাটিং করার সময় আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। যাই হোক, বোলারদের ১২৮ রানে সানরাইজার্সকে আটকে রাখাটাই কাজে এসেছে।’’ মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে হারের পরে প্রশ্ন উঠে যায় হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে জয় তুলে আনতে পারবে তো নাইটরা? আড়াই ঘণ্টার বৃষ্টিতেই সেই আশা ধুয়ে গিয়েছিল প্রায়।

বৃষ্টির সময় অবশ্য চাপে পড়ে গিয়েছিলেন গম্ভীর। নাইট অধিনায়ক বলছেন, ‘‘বৃষ্টি হওয়ার সময় আমরা খুব চাপে পড়ে গিয়েছিলাম। গোটা মরসুম ভাল খেলে এই ভাবে আইপিএল থেকে বিদায় নিতে চাইনি।’’ অপয়া প্রতিদ্বন্দ্বী মুম্বইয়ের বিরুদ্ধে কি হবে? ‘‘মুম্বইয়ের বিরুদ্ধে আমাদের খুব ভাল রেকর্ড নেই। আশা করছি শুক্রবার সেই রেকর্ডটা পাল্টাতে পারব।’’

Advertisement

আরও পড়ুন: হায়দরাবাদকে হেলায় হারিয়ে এলিমিনেটর জিতল কেকেআর

তিন উইকেট তুলে ম্যাচের সেরা হলেন নেথান কুল্টার নাইল। প্রত্যাবর্তনে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে কুল্টার নাইল বলছেন, ‘‘হেলমেটে বল লাগার ঘটনা থেকে এতদিন লাগবে আমার সেটা কোনওদিন ভাবিনি। আজ ভাল বোলিং করতে পেরে আমি খুশি। বেঙ্গালুরুর পিচটা একদম আলাদা।’’ সঙ্গে পীযূষ চাওলার প্রশংসায় পঞ্চমুখ কুল্টার নাইল যোগ করেন, ‘‘আমাদের প্রতিটা বোলার ভাল খেলেছে। বিশেষ করে পীযূষ। ওয়ার্নারের উইকেট তোলা খুব গুরুত্বপূর্ণ ছিল। উমেশের শুরুটাই দারুণ ছিল।’’ বৃষ্টি নিয়ে আবার কুল্টার নাইল বলছেন, ‘‘জানতাম বৃষ্টি ঠিক থামবে। রাত ১টা অবধি সময় ছিল।’’

আরও পড়ুন

Advertisement