মুম্বইয়ের কাছে শেষ লিগের ম্যাচে হার। তবুও প্লে-অফ প্রায় নিশ্চিত কলকাতার। আজ পুণে বনাম পঞ্জাব ম্যাচের উপর নির্ভর করবে কলকাতার ভাগ্য। নির্ভর করবে প্লে-অফের তালিকায় কত নম্বর দল হিসেবে উঠবে কলকাতা। রান রেটের হিসেব বলছে কলকাতার প্লে-অফ খেলা প্রায় নিশ্চিত। পঞ্জাবকে প্লে-অফে যেতে হলে আজ পুণের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। এখানেই শেষ নয়। জিতলেই যে চলে যাবে পঞ্জাব এমনটা নয়। এই মুহূর্তে পঞ্জাবের পয়েন্ট ১৪। পুণেকে হারিয়ে দিলে পঞ্জাবের পয়েন্ট হবে ১৬। কলকাতা ও পুণে, দু’দলই দাঁড়িয়ে ১৬ পয়েন্টে। তা হলে তিন দলের পয়েন্ট হয়ে যাবে একই। মুম্বই ও হায়দরাবাদ প্লে-অফে জায়গা পাঁকা করে নিয়েছে আগেই। বাকি রয়েছে দুটো জায়গা। সেই জায়গার জন্য লড়াইয়ে রয়েছে কলকাতা, পুণে ও পঞ্জাব।