শেষ ওভারে পাঁচ ছক্কা খাওয়া গুজরাত টাইটান্সের বোলারের পাশে দাঁড়াল কলকাতা। প্রতিপক্ষ শিবিরের হলেও বিধ্বস্ত যশ দয়ালকে উৎসাহ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যশকে উৎসাহ দিতে বার্তা পাঠান রিঙ্কু সিংহও।
রবিবার গুজরাত-কলকাতা ম্যাচের শেষ ওভারে বোলার ছিলেন যশ। রবিবারের গুজরাত অধিনায়ক রশিদ খান তরুণ জোরে বোলারের উপর আস্থা রাখলেও, তিনি তার মর্যাদা দিতে পারেননি। কলকাতার রিঙ্কু তাঁর শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মেরে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন। ম্যাচের পর মাঠে দৃশ্যতই বিধ্বস্ত দেখিয়েছিল যশকে। হেড ব্যান্ড দিয়ে চোখ ঢেকে মুখ লুকোনোর চেষ্টা করেছিলেন। প্রতিপক্ষের বোলারের বলে রিঙ্কু তান্ডব চালালেও, সহানুভূতির বার্তা দিল আইপিএলের কলকাতা ফ্র্যাঞ্চাইজ়ি।
রবিবার ম্যাচের পর সমাজমাধ্যমে কেকেআরের অ্যাকাউন্টে ভেসে ওঠে বার্তা। নাইটদের তরফে লেখা হয়, ‘‘মাথা উঁচু রাখ। অফিসে তোমার একটা কঠিন দিন ছিল। এ রকম ক্রিকেটের সেরা খেলোয়াড়দের সঙ্গেও ঘটে। যশ তুমি এক জন চ্যাম্পিয়ন। তুমি অবশ্যই শক্তিশালী হয়ে ফিরে আসবে।’’
Chin up, lad. Just a hard day at the office, happens to the best of players in cricket. You’re a champion, Yash, and you’re gonna come back strong 💜🫂@gujarat_titans pic.twitter.com/M0aOQEtlsx
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
আরও পড়ুন:
প্রতিপক্ষের ক্রিকেটারের প্রতি নাইটদের এমন সহানুভূতির বার্তার প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরাও। যশকে পাঁচটি ছক্কা মারা রিঙ্কুও ম্যাচের পর তাঁর রাজ্য দলের সতীর্থকে মেসেজ করে উৎসাহিত করেছেন। উত্তরপ্রদেশের জোরে বোলারের পাশে রয়েছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িও।