ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে খেলবে লখনউ সুপার জায়ান্টস। মোহনবাগান সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েন্কা লখনউ দলেরও কর্ণধার। তাই কলকাতায় কেকেআরের ঘরের মাঠ ইডেনকে চমক দিতে চান তিনি।
সবুজ-মেরুন জার্সি পরে লখনউ খেললে তাদের সমর্থনও বাড়তে পারে। আইপিএলের যা পরিস্থিতি, তাতে কেকেআরের প্লে-অফে যাওয়া খুবই কঠিন। অলৌকিক কিছু না ঘটলে পরবর্তী পর্বে তাদের যাওয়া প্রায় অসম্ভব। কেকেআরের দলটি কি কলকাতার সমর্থকদের কাছের দল? সেই প্রশ্ন উঠে এসেছে চলতি মরসুমে। আরসিবির বিরুদ্ধে বিরাট কোহলির সমর্থনে ইডেনের গ্যালারি হয়ে উঠেছিল লাল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের দিন ইডেন দেখেছিল হলুদ স্রোত। এ বার মোহনবাগানের রংয়ের জার্সি পরে যদি লখনউ খেলে, সে ক্ষেত্রে নাইটদের সমর্থনে কি ভাটা পড়বে না?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)