Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুণের পক্ষে স্কোর ৩-০, ভুলে যেতে চায় মুম্বই

এ বারের আইপিএলের ‘স্কোর’ বলছে— রাইজিং পুণে সুপারজায়ান্ট ৩ মুম্বই ইন্ডিয়ান্স ০। কিন্তু ফাইনালের ২৪ ঘণ্টা আগে এই তথ্যকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না দুই টিমের দুই অধিনায়ক।

যুযুধান: আইপিএল ফাইনালের আগের দিন হায়দরাবাদে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক। পুণের স্টিভন স্মিথ, মুম্বইয়ের রোহিত শর্মা। ছবি: এএফপি

যুযুধান: আইপিএল ফাইনালের আগের দিন হায়দরাবাদে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক। পুণের স্টিভন স্মিথ, মুম্বইয়ের রোহিত শর্মা। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০৪:২৫
Share: Save:

এ বারের আইপিএলের ‘স্কোর’ বলছে— রাইজিং পুণে সুপারজায়ান্ট ৩ মুম্বই ইন্ডিয়ান্স ০। কিন্তু ফাইনালের ২৪ ঘণ্টা আগে এই তথ্যকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না দুই টিমের দুই অধিনায়ক।

শনিবার হায়দরাবাদে সাংবাদিক বৈঠকে এসে পুণের স্টিভ স্মিথ বলেন, ‘‘হ্যাঁ, এই তথ্যটা আমাদের একটু আত্মবিশ্বাস জোগাবে ঠিকই, কিন্তু আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে। ফাইনাল মানে নতুন একটা ম্যাচের লড়াই। ওই দিন যে ভাল খেলবে, ট্রফি তাদেরই।’’ প্রায় একই কথা বলছেন মুম্বইয়ের রোহিত শর্মাও। তাঁর বক্তব্য, ‘‘আমরা পুণের কাছে ম্যাচ হারছি কারণ ওই বিশেষ দিনটায় আমরা ভাল খেলতে পারছিলাম না। রবিবার সম্পূর্ণ আলাদা একটা দিন। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা ওদের চেয়ে ভাল ক্রিকেট খেলছি।’’

দশম আইপিএলে চ্যাম্পিয়নের মুকুট কোন দলের মাথায় উঠবে, তা ঠিক করবে মহারাষ্ট্র ডার্বি। মুম্বই এ বারে প্রথম থেকে অন্যতম ফেভারিট হিেসবে উঠে এলেও পুণেকে নিয়ে নানা সময় প্রশ্ন দেখা দিয়েছিল। সেই খারাপ সময় কাটিয়ে আবার ছন্দে ফিরেছে পুণে। কিন্তু তাদের সমস্যা হল, দুরন্ত ফর্মে থাকা বেন স্টোকসের দেশে ফিরে যাওয়া।

শনিবারের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন দু’দলের কোচ স্টিভন ফ্লেমিং এবং মাহেলা জয়বর্ধনে। পুণে টিম নিয়ে কোচ ফ্লেমিং বলেছেন, ‘‘আমাদের টিমের সাফল্যের পিছনে ধোনির ভূমিকা অনেক।’’

মুম্বই নিয়ে একটা কথা অবশ্য উঠছে। বলা হচ্ছে, দারুণ কোনও ব্যক্তিগত পারফরম্যান্স এখনও পাওয়া যায়নি ক্রিকেটারদের কাছ থেকে। যা নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমাদের টিমের জয় কখনও একক কৃতিত্বে আসেনি। কোনও এক জনের অসাধারণ বোলিং বা অসাধারণ ব্যাটিং জেতায়নি। যখনই প্রয়োজন হয়েছে, কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়ে টিমকে জিতিয়ে দিয়েছে। টিম গেমটাই সবচেয়ে বড় অস্ত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE