Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL 2023

দুশোতম ম্যাচে ধোনিকে জয় দিতে চান জাডেজা

চিপকে ধোনিদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, যারা শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবিত নন জাডেজা।

A Photograph of Mahendra Singh Dhoni and Sanju Samson

পাশাপাশি: ধোনির সঙ্গে সঞ্জু। মঙ্গলবার চেন্নাইয়ে।  ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ০৮:৩২
Share: Save:

আজ, বুধবার ঘরের মাঠে তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে খেলতে নামছেন ২০০ নম্বর ম্যাচ। মহেন্দ্র সিংহ ধোনিকে উপহার হিসেবে সেই ম্যাচে জয় তুলে দিতে চান তাঁরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিলেন সিএসকে দলের অন্যতম তারকা রবীন্দ্র জাডেজা।

চিপকে ধোনিদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, যারা শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবিত নন জাডেজা। সিএসকে অলরাউন্ডারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রিয় অধিনায়ককে স্মরণীয় ম্যাচে জয় উপহার দেওয়া। জাডেজা বলেছেন, ‘‘ধোনিকে নিয়ে আমার নতুন কী বলার থাকতে পারে! শুধুমাত্র সিএসকে বলেই নয়, ধোনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। আমি শুধুমাত্র ওর জন্য শুভ কামনা করতে পারি।’’

সেখানেই না থেমে জাডেজা আরও বলেছেন, ‘‘আশা করছি, বুধবারের ম্যাচ জিতে অধিনায়ক ধোনিকে ওর দুশো নম্বর ম্যাচের সেরা উপহার তুলে দিতে পারব। শেষ দুই ম্যাচে আমরা যে ক্রিকেট খেলেছিলাম, সেই মেজাজ ধরে রাখতে পারলে কাজ সহজ হয়ে যাবে।’’

সিএসকে এবং রাজস্থান, দুই দলেরই স্পিন বিভাগ রীতিমতো শক্তিশালী। যদিও জাডেজা মনে করছেন, তাঁদের সার্বিক ভাবে নিখুঁত ক্রিকেট খেলার উপরে জোর দিতে হবে। তিনি বলেছেন, ‘‘এটা খুব স্বাভাবিক ঘটনা যে, চেন্নাইয়ে খেলতে এলেই সব দল মনে করে স্পিনারদের আধিপত্য সেখানে বেশি থাকবে।’’ যোগ করেন, ‘‘রাজস্থান দলে অনেক ভাল মানের স্পিনার রয়েছে, আমাদের দলেও ভাল স্পিনার রয়েছে। তাই ধরে নেওয়া যেতেই পারে যে, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।’’

তবে জাডেজা মনে করিয়ে দিয়েছেন, ‘‘ব্যাটিং বিভাগে আমাদের ম্যাচের পরিস্থিতি বুঝে নিয়ে সেই মতো নিজেদের প্রয়োগ করতে হবে। মাঠে সেই জায়গাগুলো খুঁজে নিতে হবে যেখান দিয়ে বাউন্ডারি আসতে পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সেই কাজটা অবশ্যই কঠিন হবে। কোনও ব্যাটসম্যানের পক্ষেই রান করাটা সহজ হয় না। তবে সেই কাজটাই করতে হবে। মাঠের ফাঁকা জায়গা খুঁজে নিয়ে রান তুলতে হবে।’’

চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের দুই তারকা বেন স্টোকস এবং মইন আলি। তারই সঙ্গে যুক্ত হয়েছে দীপক চাহারের হ্যামস্ট্রিংয়ের চোট। জাডেজা বলেছেন, ‘‘আমার ধারণা, মইন দ্রুত সুস্থ হয়ে মাঠে নেমে পড়বে। তবে দীপকের ব্যাপারটা আমার ভাল জানা নেই। ওর সঙ্গে আমার দেখাও হয়নি।’’

রাজস্থান অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘‘এখানে স্পিনাররা সাফল্য বেশি পায়। তা ছাড়া আমাদের দলে যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভাধর রয়েছে। চিপকের দর্শকভরা গ্যালারির সামনে সেরা ক্রিকেট খেলার জন্য তৈরি আমাদের দল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE