শুরুটা ভাল হয়নি গুজরাত লায়ন্সের। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে। তাও আবার ঘরের মাঠে। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে হায়দরাবাদের কাছে। দলের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাডেজার না থাকাটা যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রতি পদেই টের পাচ্ছে দল। তবে এ বার সুখবর। ফিরছেন জাডেজা। এমন কী পরের ম্যাচেই ফেরার সম্ভাবনা প্রবল জাডেজার।
আরও খবর: দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল চ্যাম্পিয়নরা
জাতীয় দলের হয়ে টানা দুরন্ত খেলা জাডেজা চোটের জন্য প্রথম ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ঘরের মাঠে টানা ১৩ টেস্ট ম্যাচ খেলার ধকলে অনেকেই ছিটকে গিয়েছে আইপিএল থেকে। অনেকে আবার যোগ দিতে পারেননি দলের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহালি, জাডেজারা। গুজরাত দলের হেড কোচ ব্র্যাড হজ জাডেজার দলে ফেরার কথা জানিয়েছেন। ডোয়েন ব্র্যাভোও খেলতে পারছেন না হ্যামস্ট্রিং চোটের জন্য। কোচ বলেন, ‘‘আমি ব্র্যাভো সম্পর্কে এখনও নিশ্চিত নই। কিন্তু জাডেজা পরের ম্যাচ থেকেই দলের সঙ্গে যোগ দিচ্ছে। জাডেজাকে ছাড়া দল সমস্যায় পড়ছে। ও এমন একজন প্লেয়ার যার কোনও পরিবর্তন হয় না।’’ ১৪ এপ্রিল পুণের বিরুদ্ধে খেলবে গুজরাত।