Advertisement
২০ এপ্রিল ২০২৪

ডোনাল্ড বললেন, এ বি এই গ্রহে সবচেয়ে ভয় ধরানো ব্যাটসম্যান

নিজে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিলেন অনেক ব্যাটসম্যানের। কিন্তু তিনি নিজে কোন ব্যাটসম্যানকে দেখে ভীত হয়ে পড়েন? সেই নামটা টুইট করে জানিয়েছেন অ্যালান ডোনাল্ড। এবং প্রত্যাশিত ভাবেই সেই নামটা এ বি ডিভিলিয়ার্সের।

ম্যাচ হেরে গেলেও ইনদওরে এবিডি ঝড় নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া।

ম্যাচ হেরে গেলেও ইনদওরে এবিডি ঝড় নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৪:০৭
Share: Save:

নিজে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিলেন অনেক ব্যাটসম্যানের। কিন্তু তিনি নিজে কোন ব্যাটসম্যানকে দেখে ভীত হয়ে পড়েন?

সেই নামটা টুইট করে জানিয়েছেন অ্যালান ডোনাল্ড। এবং প্রত্যাশিত ভাবেই সেই নামটা এ বি ডিভিলিয়ার্সের।

বেশ কয়েক মাস চোটের জন্য বাইরে থাকার পরে ফিরে এসেই অবিশ্বাস্য ৪৬ বলে ৮৯। সেই ইনিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতাতে না পারলেও ক্রিকেট দুনিয়াকে ফের সম্মোহিত করে দিয়েছে। বলা হচ্ছে ‘এবিসিডিই’— এ বি ক্যান ডু এভরিথিং। এ বি সব কিছুই করতে পারে। আর সেটাই করে দেখাচ্ছেন ডিভিলিয়ার্স। যে ইনিংস দেখার পরে বিশ্ব ক্রিকেটের এক সময়কার অন্যতম সেরা ফাস্ট বোলার ডোনাল্ড টুইট করেছেন, ‘‘আমি আমার ক্রিকেট জীবনে কিছু খুব ভাল ব্যাটসম্যানকে বল করেছিলাম। কিন্তু তার পরেও বলব, এ বি ডিভিলিয়ার্স হল এই গ্রহের সবচেয়ে ভয় ধরানো ব্যাটসম্যান।’’

কী করে এ ভাবে খেললেন? বিশেষ করে যখন এত দিন মাঠের বাইরে ছিলেন? মঙ্গলবার ম্যাচের পরে প্রশ্ন করা হয় ডিভিলিয়ার্সকে। জবাব আসে, ‘‘সত্যি বলতে কী, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম ইনিংসটা খেলে। আসলে পুরো ব্যাপারটাই মানসিক। আপনি তো আর এক দিনে খারাপ প্লেয়ার হয়ে যেতে পারেন না। মাঠের বাইরে অনেক দিন থাকতে হলে যে জড়তা এসে যায়, সেটা কিন্তু অনেকটাই মানসিক। নিজেকে নিয়ে নিজের মধ্যে থাকা এই প্রশ্নটা আপনাকে সমস্যায় ফেলে। আমিও গত কয়েক দিন ধরে নিজেকে নিয়ে চিন্তায় ছিলাম।’’

সস্ত্রীক: স্ত্রী এসে যাওয়ায় আরও ফুরফুরে ডিভিলিয়ার্সের।

এই সমস্যা কী ভাবে তিনি দূর করলেন, তাও বলেছেন ডিভিলিয়ার্স। এবং সে জন্য তিনি কৃতিত্ব দিচ্ছেন স্ত্রী-কে। বলছেন, ‘‘ম্যাচ শুরু হওয়ার আগে ফোন করেছিলাম আমার স্ত্রী-কে। বলেছিলাম, একটু চিন্তায় আছি। ও তখন ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিল। একটু পরে ফোন করে বলল, ‘কিছু চিন্তা করো না। শান্ত থাকো। আমি পরের দিন এসে যাচ্ছি।’ বলতে পারেন, এটাই আমাকে অনুপ্রাণিত করেছিল।’’ এর পর মাঠে নেমে সেই বিধ্বংসী ইনিংস। যা নিয়ে এবিডি-র বক্তব্য, ‘‘সত্যি বলতে কী, যে রকম শট খেললাম, তাতে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি।’’

আরও পড়ুন: স্যামসনের সেঞ্চুরিতে ডেয়ারডেভিলস জিতল ৯৭ রানে

কিংগস ইলেভেন পঞ্জাবের কাছে সোমবার হেরে গিয়েছে তাঁর দল। কিন্তু ম্যাচের ফল নয়, ক্রিকেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে এ বি ডিভিলিয়ার্সের অবিশ্বাস্য ইনিংস নিয়ে। দক্ষিণ আফ্রিকান তারকার ব্যাটিংয়ের নামকরণ হয়ে গিয়েছে ৩৬০ ডিগ্রি। চতুর্দিকে ঘুরে ঘুরে তিনি শট খেলতে পারেন বলেই এমন নাম। সোমবারের বিধ্বংসী ইনিংসে যেমন তিনি ৯টি ছক্কা মেরেছেন। তার মধ্যে ৬টি মিডউইকেট দিয়ে। সব ক’টি ছক্কাই বিশাল। দু’তিনটে ছয় গ্যালারির ছাদে গিয়ে পড়ে। টুইটারে যুবরাজ সিংহ থেকে শুরু করে মাইকেল ভন, সকলেই উচ্ছ্বসিত। হেরেও নায়ক ডিভিলিয়ার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE