গোড়ালির চোটে আইপিএলের মাঝেই ছিটকে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার রজত পটীদার। তাঁর গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। সমাজমাধ্যমে নিজের অস্ত্রোপচারের কথা জানিয়েছেন পটীদার। মাঠে নামার জন্য আর তর সইছে না তাঁর।
সমাজমাধ্যমে পটীদার যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। পটীদার লিখেছেন, ‘‘আমার অনুরাগীদের একটা খবর দিতে চাই। সম্প্রতি আমার অস্ত্রোপচার হয়েছে। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। মাঠে নামার জন্য আর তর সইছে না।’’
Just wanted to give a quick update to all my supporters out there. I recently underwent surgery for an injury that has been troubling me for a while now, but I'm happy to say that it went well and I'm on the road to recovery! Thank you all for prayers ❤️.
— Rajat Patidar (@rrjjt_01) May 3, 2023
Your
RP pic.twitter.com/jSKiTwGr8q
আরও পড়ুন:
ব্রিটেনের এক হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে পটীদারের। ক্রিকেটারের চিকিৎসার সব খরচ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এ বারের আইপিএলে আরসিবি শিবিরে যোগ দেওয়ার আগেই চোট পেয়েছিলেন পটীদার। তার পরেও দলের সঙ্গে যোগ দেন। কিন্তু ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগেই আরসিবি জানিয়ে দেয়, পটীদার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন।