Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rohit Sharma

কোহলি, শুভমনের ব্যাটিং ভাল লাগছে না রোহিতের! কেন খুশি হতে পারছেন না মুম্বই অধিনায়ক

টি-টোয়েন্টি ক্রিকেট বদলে গিয়েছে বলে মনে করেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের মতে, এখন আর লম্বা ইনিংস খেলার দরকার পড়ে না ব্যাটারদের।

Rohit Sharma

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের নতুন সংজ্ঞা দিয়েছেন রোহিত শর্মা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৩:২৬
Share: Save:

এ বারের আইপিএলেই ওপেন করতে নেমে ২০ ওভার ব্যাট করছেন শুভমন গিল, বিরাট কোহলি। কিন্তু ওঁদের ব্যাটিং পছন্দ হচ্ছে না রোহিত শর্মার। এই ধরনের লম্বা ইনিংস পছন্দ নয় তাঁর। মুম্বই অধিনায়কের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট বদলে গিয়েছে। এখন ২০ ওভার ধরে এক দিকে টিকে খেলার দরকার পড়ে না। বদলে প্রয়োজন দ্রুত ইনিংসের।

সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেন, ‘‘আমার মনে হয় এখন টি-টোয়েন্টিতে এক দিক ধরে থেকে ২০ ওভার খেলার কোনও প্রয়োজন নেই। একমাত্র যদি পাওয়ার প্লে-র মধ্যে ৩-৪ উইকেট পড়ে যায় তখনই ইনিংস ধরতে হয়। নইলে এখন টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা।’’

রোহিতের মতে, এখন ব্যাটারদের লক্ষ্য রাখা উচিত দ্রুত রান তোলার দিকে। তাতে রানের গতি বেশি থাকে। বড় রানও তোলা যায়। রোহিত বলেন, ‘‘সবাইকে যে বড় রান করতে হবে তার কোনও মানে নেই। ১০-১৫ বলে ৩০-৪০ রানের গুরুত্ব এখন অনেক বেশি। সেটাই দলকে বড় রানে নিয়ে যায়। এতে এক জনের উপর বেশি চাপ পড়ে না। সবাই মিলে খেলে।’’

তবে এই ধরনের খেলার জন্য মানসিকতায় বদল প্রয়োজন বলে জানিয়েছেন মুম্বইয়ের অধিনায়ক। রোহিত বলেন, ‘‘যদি আমরা মানসিকতার বদল না করি তা হলে প্রতিপক্ষ আমাদের পিষে ফেলবে। কারণ, বিশ্ব জুড়ে খেলার ধরন বদলে গিয়েছে। দ্রুত সেই ধরনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’’

তিনি নিজের খেলার ধরনেও বদল করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন রোহিত। লম্বা ইনিংসের দিকে না গিয়ে ঝোড়ো ইনিংসের কথা ভাবছেন। রোহিত বলেন, ‘‘আমি আগে চেষ্টা করতাম গোটা ইনিংস জুড়ে খেলতে। কিন্তু এখন আমার খেলার ধরন বদলে গিয়েছে। এখন দ্রুত রান তোলার চেষ্টা করি। সেটা করতে গিয়ে আউট হয়ে গেলেও আমার দুঃখ থাকে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma IPL 2023 Virat Kohli Shubman Gill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE