Advertisement
২৩ অক্টোবর ২০২৪
IPL 2024

মহেন্দ্র সিংহ ধোনির সাহচর্যে নেতৃত্ব উপভোগ করছেন রুতুরাজ গায়কোয়াড়

শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়ে সিএসকে অধিনায়ক জানিয়ে দিলেন, মহেন্দ্র সিংহ ধোনির সাহচর্যে নতুন দায়িত্ব দারুণ উপভোগ করছেন।

Ruturaj Gaikwad is enjoying leadership under the company of MS Dhoni

নতুন অধিনায়ক ঋতুরাজের সঙ্গে আলোচনা ধোনির। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ০৬:৫৯
Share: Save:

নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েই চেন্নাই সুপার কিংস ভক্তদের মুখে হাসি ফেরালেন রুতুরাজ গায়কোয়াড়। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়ে সিএসকে অধিনায়ক জানিয়ে দিলেন, মহেন্দ্র সিংহ ধোনির সাহচর্যে নতুন দায়িত্ব দারুণ উপভোগ করছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রুতুরাজ বলে যান, ‘‘গত সপ্তাহে জানতে পারি, আমাকেই নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে। তবে মাহি ভাই গত বছরই তেমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিল। ফলে আমি নিজের মতো করে দলকে চালনা করার পরিকল্পনা করতে থাকি।’’

রুতুরাজ যোগ করেছেন, ‘‘মাহি ভাইয়ের উত্তরসূরি হিসেবে আমি টস করতে নামছি, এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে। আমি তো চেষ্টা করলেই ওঁর উচ্চতায় পৌঁছতে পারব না। তাই মাহি ভাইকে অনুকরণ না করে নিজের মতো দল নিয়ে ভাবার চেষ্টা করছি।’’

আরসিবি বিরুদ্ধে জয় নিয়ে সিএসকে অধিনায়ক বলেছেন, ‘‘আমরা ১০-১৫ রান বেশি খরচ করে ফেলেছি। তবে আরসিবি ইনিংসে ফ্যাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল ফেরার পরেই কাজটা সহজ হয়ে গিয়েছিল। আমি মনে করি, ওই দুটো উইকেটের পতনই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।’’ যোগ করেন, ‘‘আমাদের দলের ব্যাটিং গভীরতা যেমন রয়েছে, তেমনই প্রত্যেকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। সেটাও জয়ের বড় একটা কারণ।’’

হতাশ আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি বলেছেন, ‘‘প্রথম ছয় ওভারের মধ্য দ্রুত উইকেট পড়ে যাওয়াই ম্যাচের গতিটা পাল্টে দিয়েছিল। আগে ব্যাটিং করার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। কিন্তু মাঝের সারির ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। হারলেও তৃপ্তি পেয়েছি দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াতের ব্যাটিং দেখে।’’

অন্য বিষয়গুলি:

IPL 2024 CSK MS Dhoni Ruturaj Gaikwad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE