Advertisement
০১ মে ২০২৪
Brian Lara

১২ ম্যাচে ৪ জয়, ৮ হার! আইপিএল থেকে ছিটকে গিয়ে সাফাই গাইলেন লারা

প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের শেষ চার থেকে বাদ পড়ার পরে সাফাই গাইলেন দলের কোচ ব্রায়ান লারা। কী বললেন তিনি?

Brian Lara

এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচের ভূমিকা পালন করেছেন ব্রায়ান লারা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৯:৪৮
Share: Save:

ব্যাটার হিসাবে সফল হলেও কোট হিসাবে সাফল্য পেলেন না ব্রায়ান লারা। আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির পরে দ্বিতীয় দল হিসাবে বাদ পড়েছে তারা। ছিটকে যাওয়ার পরে সাফাই গেয়েছেন লারা। তাঁর মতে, আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলেই সাফল্য পাননি তাঁরা।

গুজরাত টাইটান্সের কাছে ৩৪ রানে হারার পরে এ বারের মতো প্লে-অফের স্বপ্ন অধরা থেকে গিয়েছে হায়দরাবাদের। তাদের বাকি দুই ম্যাচ সম্মানরক্ষার। এর আগে হায়দরাবাদের ব্যাটিং কোচ ছিলেন লারা। প্রধান কোচ ছিলেন টম মুডি। তাঁকে সরিয়ে এ বার লারাকে প্রধান কোচ করা হয়েছে। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।

লারা বলেছেন, ‘‘প্রধান কোচ হিসাবে এটাই আমার প্রথম মরসুম। আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এ বার আলাদা আলাদা শহরে গিয়ে খেলতে হয়েছে। সব জায়গায় পরিবেশ আলাদা। সেটা মানাতে পারিনি। আশা করছি পরের বার ভুল থেকে শিক্ষা নেব।’’

দলের ব্যাটিং ব্রিগেড নিয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, ‘‘গত মরসুমে রাহুল ত্রিপাঠি ও অভিষেক শর্মা ৪০০ রানের বেশি করেছিল। এ বার ওরা রান পায়নি। তবে শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের দলে অনেক ভাল ব্যাটার রয়েছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী তারা খেলতে পারেনি। তার জন্যই জিততে সমস্যা হয়েছে।’’

গত বার হায়দরাবাদের চমক ছিলেন উমরান মালিক। তাঁর গতি সমস্যায় ফেলেছিল বড় বড় ব্যাটারদের। কিন্তু এ বার মাত্র সাতটি ম্যাচে খেলেছেন উমরান। লারা জানিয়েছেন, ছন্দে নেই ভারতীয় পেসার। তাই তাঁকে সব ম্যাচে খেলানো হয়নি। লারার কথায়, ‘‘এখন কে কেমন ছন্দে আছে তার উপর নির্ভর করে প্রথম একাদশ বাছা হয়। সেই কারণেই উমরান সুযোগ পায়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brian Lara IPL 2023 SRH
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE