E-Paper

দেশের হয়ে খেলবেন, বিশ্বাস ছিল বিরাটের

আরসিবির ওয়েবসাইটে বিরাট ক্রিকেট নিয়েও নানা প্রশ্নের জবাব দেন ভক্তদের। এক ভক্ত জানতে চান, তিনি কোন তিন বোলারের বিরুদ্ধে খেলতে বেশি পছন্দ করেন?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ০৯:৫০
পরামর্শ: ক্রিকেটকে ভালবাসার বার্তা কোহলির।

পরামর্শ: ক্রিকেটকে ভালবাসার বার্তা কোহলির। —ফাইল চিত্র।

জীবনে প্রথমবার ব্যাট তুলে নিয়েই তিনি অনুভব করেছিলেন এক দিন ভারতের জার্সিতে খেলবেন আন্তর্জাতিক মঞ্চে এবং দলকে টানা জয় উপহার দেবেন। সেই বিশ্বাস নিয়ে শুরু হয়েছিল ক্রিকেট-যাত্রা।

সম্প্রচারকারী চ্যানেলে এক বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেটে তিনি চিরকাল কী নজরে দেখে এসেছেন। কোহলির মন্তব্য, ‘‘আগে নিজের কাছে প্রশ্ন করে জেনে নিতে হবে, নিছকই হাতে ব্যাট তুলে বল মারব না কি কোনও সুস্পষ্ট লক্ষ্য থাকবে? আমি কিন্তু শুরুর দিন থেকে এটাকেই পেশা হিসেবে বেছে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মনপ্রাণ থেকে বিশ্বাস করতাম, একদিন খেলব ভারতের হয়ে। প্রচুর ম্যাচ জিতব।’’

সেখানেই থামেননি কোহলি। তিনি আরও বলেছেন, ‘‘নতুন প্রজন্মকে আমি বলব, ক্রিকেটকে তুমি কতটা ভালবাস তার উপরেই সবকিছু নির্ভর করছে। যদি সত্যিই তাকে পেশা হিসেবে বেছে নাও, তা হলে তার জন্য সবকিছু উজাড় করে দিতে হবে।’’ যোগ করেন, ‘‘খেলাটার প্রতি আগে হতে হবে দায়বদ্ধ। তার জন্য নিজের সমস্ত শক্তি নিংড়ে দিতে হবে। সেটা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবা যাবে না।’’

পরে আরসিবির ওয়েবসাইটে বিরাট ক্রিকেট নিয়েও নানা প্রশ্নের জবাব দেন ভক্তদের। এক ভক্ত জানতে চান, তিনি কোন তিন বোলারের বিরুদ্ধে খেলতে বেশি পছন্দ করেন? বিরাট বলেছেন, ‘‘প্রথম পছন্দ হিসেবে রাখব ম্যাক্সওয়েলকে। দ্বিতীয় পছন্দ অস্ট্রেলিয়ারও জেমস ফকনার এবং তৃতীয় পছন্দ দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। বিশেষ করে রাবাডার বিরুদ্ধে ব্যাটিংটা আমি খুবই উপভোগ করি।’’

প্রশ্নোত্তর পর্বে আবারও ফিরে আসে বিরাট কোহলির টানা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেই থেকে যাওয়ার প্রসঙ্গ। প্রাক্তন ভারত অধিনায়ক জবাব দেন, ‘‘এখানেও কিন্তু সেই দায়বদ্ধতার প্রশ্নই এসে যায়। আইপিএল শুরু হওয়ার পরে এই ফ্র্যাঞ্চাইজ়ি দল যে ভাবে আমার পাশে থেকেছে ভাল এবং খারাপ সময়, তার কোনও তুলনা চলে না। বরং আমরা তো এখনও এই দলের সমর্থকদের মুখে হাসি ফেরাতে পারিনি আইপিএল ট্রফি জিতে। আমি কখনওই মনে করিনি, এই দল ছেড়ে অন্য কোনও দলে যাওয়া দরকার।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Virat Kohli RCB

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy