খারাপ সময় কাটছে না বিরাট কোহলীর। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়েছেন তিনি। তার সঙ্গে লজ্জার কীর্তি গড়েছেন কোহলী। শেষ ১০০ ম্যাচে তাঁর ব্যাট থেকে শতরান আসেনি।
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ বার তিন অঙ্কে পৌঁছেছিলেন কোহলী। তার পর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি এক দিনের ম্যাচ, ২৫ টি২০ ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু এক বারও তিন অঙ্কে যেতে পারেননি। যদিও এর মধ্যে অনেক অর্ধশতরান করেছেন তিনি।