ফাইনালের এত কাছে এসে হেরে যাওয়ার হতাশা তো আছেই। যে কারও খারাপ লাগবে এত কাছাকাছি এসে বিদায় নিতে হলে। আমরাও তো তার ব্যতিক্রম হতে পারি না।
কিন্তু সেই হতাশা কিছুটা কমছে যখন মনে পড়ে যাচ্ছে আমরা আমাদের সেরাটা দিয়ে লড়াই করেছিলাম। তাই মাথা উঁচু করেই এ বারের আইপিএল-কে বিদায় জানাতে পারছি। গত দু’মাস ধরে অনেক স্মৃতি, অনেক বন্ধুত্ব মনের মধ্যে জমা হয়েছে। গত ন’বছর ধরে সযত্নে তৈরি স্মৃতি ভাণ্ডারে যা জমা হয়ে থাকবে।
শুক্রবার রাতে আমাদের হারিয়ে ফাইনালে ওঠার জন্য মুম্বইকে অভিনন্দন। গ্রুপ লিগে ওরাই সবচেয়ে ধারাবাহিক দল ছিল। তাই ওদের ফাইনাল খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।
আমার সৌভাগ্য, আমি শুধু কিছু দুর্দান্ত ক্রিকেটারেরই সঙ্গ পাইনি, দারুণ একটা সাপোর্ট এবং ম্যানেজমেন্ট টিমও পেয়েছিলাম। ওদের ছাড়া কোনও ভাবেই কাজ চালাতে পারতাম না। প্রথমেই ধন্যবাদ জানাব, এসআরকে এবং জয়-কে। আমাদের টিম মালিক। বেঙ্কি, আমাদের সিইও। ওদের মতো টিম মালিক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নিজেদের দায়িত্বের বাইরে গিয়েও ওরা আমাদের দেখভাল করেছে।
আমার কোচিং টিমে বাকি সদস্য— সাইমন (কাটিচ), বালাজি এবং বিজু, তোমাদের সবাইকে ধন্যবাদ। যে ভাবে প্রতিটা ট্রেনিং এবং স্ট্র্যাটেজি সেশনে তোমরা নিজেদের নিংড়ে দিয়েছ, তা ভোলার নয়।
মেডিক্যাল স্টাফ— যাদের অনেক সময়ই সবাই ভুলে যায়। তোমাদের সাহায্য ছাড়া ক্রিকেটাররা নিজেদের কাজটা করতে পারত না। তাই আদ্রিয়ান (আমার গল্ফের সঙ্গীও), অ্যান্ড্রিউ আর কমলেশ— ছেলেদের ফিট রাখার জন্য তোমাদের ধন্যবাদ। মাঝে মাঝে তো আমার বিশ্বাস হতো না, কী ভাবে তোমরা ক্রিকেটারদের এত দ্রুত ফিট করে মাঠে নামাতে পারতে।
টিমের পিছনে থাকা নায়কদের কথা বলতে হলে অবশ্যই আর একটা গ্রুপের কথা বলতে হবে। লজিস্টিক্যাল স্টাফ। ওরা আমাদের বিমান টিকিট থেকে শুরু করে মাঠে যাওয়ার ব্যবস্থা, কিটের দেখভাল, সব কিছু করত। তোমরা সমস্ত খুটিনাটি জিনিসের ওপর নজর দিয়েছ। তাই তো প্লেয়াররা খেলার ওপর পুরোপুরি মন দিতে পেরেছে।
গৌতম এবং বাকি ক্রিকেটাররা— তোমরা এই বছরে দুর্দান্ত ক্রিকেট খেলেছ। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা ভুল করেছি ঠিকই, কিন্তু ভুলের চেয়ে ঠিক কাজের সংখ্যাটা অনেক বেশি। আমরা যে ক’টা ম্যাচ হেরেছি, তার চেয়ে অনেক বেশি ম্যাচ জিতেছি। সবাইকে আনন্দ দিতে পেরেছি। আমাদের টিমে অনেক প্রতিভাবান ক্রিকেটার ছিল। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, এরা সবাই মানুষ হিসেবে খুব ভাল। আর সব শেষে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যাঁরা, তাঁদের ধন্যবাদ দিতে চাই। তাঁরা হলেন, কেকেআরের ভক্তরা। হারি বা জিতি, আমরা সব সময় আপনাদের পাশে পেয়েছি। আর তাই আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। ধন্যবাদ আপনাদের।
ফাইনালে দু’টো টিমকে শুভেচ্ছা জানাতে চাই। চাইব, একটা দারুণ আইপিএল মরসুমের যবনিকা পড়ুক শেষ বলের থ্রিলার দিয়ে। পরের বছর দেখা হবে।