প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন ঋদ্ধিমান সাহা। সুযোগ পেলেই ব্যাট হাতে রান করে দিচ্ছেন দলের হয়ে। রবিবারই তাঁর ৬৭ রানের সৌজন্যে চেন্নাইকে হারিয়েছে গুজরাত। ভারতীয় দলের উইকেটকিপারের ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ মনে করছেন, প্রতি ম্যাচে পাওয়ার প্লে-তে ঋদ্ধি একাই তফাত গড়ে দিচ্ছেন।
গুজরাতের মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন কার্স্টেন। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, “ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে দলে পেয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। সত্যিকারের পেশাদার ক্রিকেটার ও। তা ছাড়া আইপিএল এবং বাকি ফরম্যাটে ওর অভিজ্ঞতার সুফল পাচ্ছি আমরা।”