Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Shane Warne

ফের আইপিএল-এ ওয়ার্ন?

জল্পনা ছিল বহু দিন ধরেই। নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএল-এ রাজস্থান ফেরার পরই শুরু হয়েছিল এই জল্পনা।

শেন ওয়ার্ন।—ফাইল চিত্র।

শেন ওয়ার্ন।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৫
Share: Save:

তা হলে কি ফের এক বার আইপিএল-এ ফিরতে চলেছেন শেন ওয়ার্ন?

জল্পনা ছিল বহু দিন ধরেই। নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএল-এ রাজস্থান ফেরার পরই শুরু হয়েছিল এই জল্পনা।

তবে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা না করলেও রবিবার তার আভাস দিয়ে রাখলেন ওয়ার্ন।

আরও পড়ুন: দু’রান বাকি থাকতে লাঞ্চ ব্রেক, ‘অদ্ভুত’ সিদ্ধান্ত!

আরও পড়ুন: ‘ভারতের বিশ্বকাপ জয়ের সব কৃতিত্ব দ্রাবিড়ের’

রবিবার টুইটে ওয়ার্ন লেখেন “এই সপ্তাহেই কিছু ঘোষণা করব। এবং সেটা ২০১৮ আইপিএল সম্পর্কিতই।” ’ & !

রবিবার টুইটে ওয়ার্ন লেখেন “এই সপ্তাহেই কিছু ঘোষণা করব। এবং সেটা ২০১৮ আইপিএল সম্পর্কিতই।”

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। রাজস্থানকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়ার্নের। সেই দলের অধিনায়ক ছিলেন তিনিই।

তবে, এ বার ক্রিকেটার নয়, অন্য ভূমিকাতেই এই দলে ফিরতে পারেন তিনি। দু’ বছর নির্বাসিত থাকায় এখনও পুরো দল গুছিয়ে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। নিলাম থেকে দল গোছানোর পর এ বার সাপোর্টিং স্টাফের দিকে নজর দিয়েছে রয়্যালস। সেখানে পছন্দের তালিকায় উপরের দিকেই নাম আছে ওয়ার্নের।

এমনিতেই রাজস্থান দলের সঙ্গে ওয়ার্নের সম্পর্ক বেশ ভাল। সেক্ষেত্রে হয়ত আসন্ন আইপিএল-এ রাজস্থান রয়্যালসের কোচ বা মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে স্পিন কিংবদন্তিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shane Warne Rajasthan Royals IPL 2018 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE