Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রঞ্জি দলে ইশান্ত

টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না। এমনই কারণ দেখিয়ে পেসার ইশান্ত শর্মাকে রঞ্জি ট্রফির দল থেকে বাদ দিয়েছিলেন দিল্লির নির্বাচকেরা। সেই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে এ দিন তাঁকে দলে ফেরাল দিল্লি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৭
Share: Save:

টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না। এমনই কারণ দেখিয়ে পেসার ইশান্ত শর্মাকে রঞ্জি ট্রফির দল থেকে বাদ দিয়েছিলেন দিল্লির নির্বাচকেরা। সেই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে এ দিন তাঁকে দলে ফেরাল দিল্লি।

অদ্ভুত অযৌক্তিক কারণ দেখিয়ে ইশান্তকে দলে না রাখায় বিভিন্ন মহলে তীব্র সমালোচিত হন দিল্লির ক্রিকেট কর্তারা ও নির্বাচন কমিটির সদস্যরা। তারই জেরে এ দিন দিল্লি ক্রিকেট সংস্থার সচিব সুনীল দেব বিবৃতি জারি করে জানিয়ে দিলেন, ‘‘ইশান্ত শর্মা জানিয়েছে যে ও রঞ্জির দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবে। তবে আমরা ওকে এই মুহূর্ত থেকেই রঞ্জি টিমে রেখে দিচ্ছি।’’

বিদর্ভের বিরুদ্ধে দিল্লির দ্বিতীয় রঞ্জি ম্যাচ অক্টোবরের ৮-১১, ফিরোজ শাহ কোটলায়। এ দিকে, ভারতীয় বোর্ডের এক কর্তা এ দিনও বলেন, ‘‘এমন আজগুবি কথা কেউ কখনও শুনেছে যে নির্বাচকেরা প্লেয়ারের অনুমতি নিয়ে তাকে দলে রাখছে? নিয়ম হল নির্বাচনী বৈঠকে টিম ঠিক হবে। তার পর টিমে সুযোগ পাওয়া কোনও প্লেয়ারের কোনও চোট বা অন্য কোনও সমস্যা থাকলে সে সেটা সংশ্লিষ্ট কর্তাদের জানাবে এবং তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে টিমে পরিবর্তন করা হবে। কিন্তু ইশান্তের ক্ষেত্রে এক কোনওটাই খাটে না। তা ছাড়া ইশান্তের এক টেস্ট নির্বাসনের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে ওর খেলার কোনও সম্পর্কই নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ishant Sharma Delhi Ranji Trophy match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE