কেরল ব্লাস্টার্স ১ মুম্বই সিটি ১
যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে-কে হারিয়ে আইএসএলে অভিযান শুরু করেছিল কেরল। কিন্তু শুক্রবার ঘরের মাঠে রুদ্ধশ্বাস দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও জয় অধরা ডেভিড জেমসের দলের। শেষ মুহূর্তে গোল করে মুম্বইয়ের ত্রাতা প্রাঞ্জল ভূমিজ।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কেরল। কিন্তু সেমিডংগেল লেনের শট বাঁচিয়ে দেন মুম্বই গোলরক্ষক অমরিন্দর সিংহ। ২৪ মিনিটে লেনের পাস থেকে গোল করেন হোলিচরণ নার্জ়ারি। ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করে শৌভিক ঘোষ, রাফায়েল বাস্তোসরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলেন তাঁরা। পরিসংখ্যান অনুযায়ী ৫৪ শতাংশ বলের দখল ছিল মুম্বই ফুটবলারদের দখলে। ৪৬ শতাংশ কেরলের। নিজেদের মধ্যে মুম্বইয়ের ফুটবলারেরা মোট পাস খেলেছেন ৪৪০টি। সন্দেশ ঝিঙ্গনরা খেলেছেন ৩৫৫টি পাস।
দ্বিতীয়ার্ধে মুম্বই কোচ জর্জে কোস্তার দু’টো পরিবর্তনই ম্যাচের রং বদলে দেয়। ৭০ মিনিটে রেনিয়ার ফার্নান্দেসের জায়গায় নামান প্রাঞ্জলকে। ৮০ মিনিটে আর্নল্ড ইসোক্কোর পরিবর্তে নামান সঞ্জু প্রধানকে। এই দুই ফুটবলার নামার পরে মুম্বইয়ের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। সঞ্জু-প্রাঞ্জল যুগলবন্দিতেই নিশ্চিত হার বাঁচাল মুম্বই। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে সঞ্জুর পাস থেকেই গোল করেন প্রাঞ্জল। ১৯ বছর বয়সি প্রতিশ্রুতিমান স্ট্রাইকারের জন্ম অসমে। গুয়াহাটি সাইয়ে ফুটবল শুরু করেন। ২০১৭-তে সই করেন মুম্বই সিটি এফসি-তে। সে বছরই অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পান। শুক্রবার পরিবর্ত হিসেবে নেমে মুম্বই সিটি শিবিরের নায়ক প্রাঞ্জল। চব্বিশ ঘণ্টা আগে মুম্বই কোচ জানিয়েছিলেন, প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে শুক্রবার ঘুরে দাঁড়াতে চান। লক্ষ্য পূরণে অনেকটাই সফল কোস্তা। তবে শুক্রবার দুই গোলদাতার কেউ-ই ম্যাচের সেরা হননি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান কেরলের ডিফেন্ডার সন্দেশ। কিন্তু দল জিততে না পারার হতাশ জাতীয় দলের ডিফেন্ডার। আইএসএলে মুম্বইয়ের পরের ম্যাচ ১৯ অক্টোবর ঘরের মাঠে এফসি পুণে সিটির বিরুদ্ধে। পরের দিন কেরলও ঘরের মাঠে খেলবে দিল্লি ডায়নামোস এফসির বিরুদ্ধে।