রয় কৃষ্ণ। আইএসএল
প্রথম ডার্বির মতো আইএসএলের দ্বিতীয় ডার্বিতেও বড় ব্যবধানে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। জয়ের নায়ক সেই রয় কৃষ্ণ। পরপর পাঁচ ম্যাচ জিতে আইএসএল লিগ টেবিলের মগডালে নিজেদের জায়গা প্রায় পাকা করে নিয়েছে মেরিনার্সরা। ম্যাচের শেষে তাই তৃপ্তি ঝরে পড়ছিল রয় কৃষ্ণর গলায়। তিনি বলেন, ‘‘আমরা জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই দলের প্রয়োজনে নিচেও নেমে আসছিলাম। তবে, দ্বিতীয়ার্ধে আমরা খেলায় ফিরেছি।’’
সমর্থদের জন্য এই জয় বিরাট বলে মনে করেন রয়। তিনি বলেন, ‘‘আমি এই দলের হয়ে খেলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এই জয়ে সমর্থকরা কতটা খুশি আমরা আন্দাজ করতে পারছি।’’
এই ম্যাচে এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালও খুব খুশি ডার্বি জিতে। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য লিগের শীর্ষে থেকে লিগ শেষ করা। যাতে আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারি। তাই এই ম্যাচ শুধু নয়, পরের ম্যাচ জেতাও খুব গুরুত্বপূর্ণ।
সমর্থকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন প্রীতম। তিনি বলেন, ‘‘আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন। আমরা আরও ভাল খেলব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy