Advertisement
E-Paper

দল ঘোষণা হাবাসের

কয়েক দিন আগে অনুশীলনে চোট পাওয়ায় জবি জাস্টিনের নাম তালিকায় রাখেননি স্পেনীয় কোচ। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০৫:১১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সোমবারই আইএসএলের জন্য ২৭ জন ফুটবলারকে বেছে নিলেন এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। তবে কয়েক দিন আগে অনুশীলনে চোট পাওয়ায় জবি জাস্টিনের নাম তালিকায় রাখেননি স্পেনীয় কোচ।

এ দিকে, এটিকে-মোহনাবাগানকে নিয়ে সম্প্রতি তৈরি হওয়া বিজ্ঞাপন ও জার্সিতে তিনটি তারা রাখার বিতর্কও মিটতে চলছে বলে সোমবার দাবি করেছেন সবুজ-মেরুনের কর্তারা।

এটিকে-মোহনবাগানের ঘোষিত দল

গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য, ধীরাজ সিংহ, অভিলাষ পাল, আনোয়ার শেখ, আরিয়ান লাম্বা।

রক্ষণ: লুইস এসপিনোসা (তিরি), প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ জিঙ্ঘান, শুভাশিস বসু, সুমিত রাঠি।

মাঝমাঠ: হাভিয়ার হার্নান্দেস, এদু গার্সিয়া, কার্ল ম্যাকহিউ, ব্র্যাড ইনমান, গ্রেন মার্টিনস, প্রণয় হালদার, রেজিন মাইকেল, নিনগোমবাম সিংহ, বরিস সিংহ, জয়েশ রানে, সোসাই রাজ, শেখ সাহিল।

আক্রমণ: রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংহ, মহম্মদ ফারদিন আলি মোল্লা।

ISL 2020 ATK Mohun Bagan Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy