দল ভাল খেলতে পারেনি, স্বীকার করে নিয়েছেন। তবু এটিকে মোহনবাগান কোচ জানিয়ে দিলেন তাঁর দল গোলশূন্য ড্র করলেও তিনি হতাশ নন।
মঙ্গলবার সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “ড্র হওয়ায় হতাশ নই। জিততে না পারলে হারের চেয়ে ড্র ভাল। আজ ভাল পারফরম্যান্স হয়নি আমাদের। তবু ড্র করেছি। এক পয়েন্ট পেয়েছি। এখন তো আমরা লিগ টেবলের শীর্ষে”।
এ দিনের ম্যাচে বিপক্ষের ঘনঘন আক্রমণ বেশ চাপে ফেলে দেয় এটিকে মোহনবাগানের রক্ষণ বিভাগকে। ফলে গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়। এই পরীক্ষায় অবশ্য উতরে যান তিনি। সাত-সাতটি অনবদ্য গোল বাঁচান অরিন্দম এবং ম্যাচের সেরার খেতাব জিতে নেন। ডিফেন্সের এই দুর্বলতার কথা স্বীকার করে নিয়ে হাবাস বলেন, “ডিফেন্স আজ সেরা জায়গায় ছিল না। ক্লিয়ারেন্সের জন্য অনেক বলই ঠিকমতো পাইনি আমরা। তার ওপর ওরা আমাদের রক্ষণে এসে প্রচুর ফাউল করেছে। সেই জন্যই আমাদের ডিফেন্ডাররা নিজেদের উজাড় করে দিতে পারেনি”।