Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ISL 2020

এটিকে-মোহনবাগান হার ভুলে হায়দরাবাদের জন্য তৈরি হচ্ছে

জামশেদপুরের স্ট্রাইকার ভাল্সকিসকে থামাতে পারেননি এটিকে-মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়রা।

অনুশীলনে ডেভিড উইলিয়ামস। ছবি-এটিকে-মোহনবাগানের ফেসবুক পেজ থেকে।

অনুশীলনে ডেভিড উইলিয়ামস। ছবি-এটিকে-মোহনবাগানের ফেসবুক পেজ থেকে।

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২২:০৯
Share: Save:

টানা তিন ম্যাচ জয়ের পরে জামশেদপুরের সামনে এসে এটিকে-মোহনবাগানের জয় রথ থেমে গিয়েছে। কেন হারল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল? সেই হারের ময়নাতদন্ত করতে করতেই এগিয়ে এসেছে শুক্রবারের হায়দরাবাদ ম্যাচ। সেই ম্যাচের আগে দলের ফুটবলার তিরি বলছেন, ‘‘এ বার সামনে হায়দরাবাদ। এই টিমটাও সেট পিসে যথেষ্ট দক্ষ। গোল পাচ্ছে। আমাদের রক্ষণের লক্ষ্য থাকবে সেট পিস কিক-এর বল এলে যেন আর ব্যর্থ না হই। সঠিকভাবে সেই আক্রমণ যেন প্রতিহত করতে পারি। কোনও ম্যাজিকে এটা আটকানো সম্ভব নয়। আরও বেশি অনুশীলন করে আমাদের ভুল শুধরে নিতে হবে। সেই চেষ্টা চলছে।’’

জামশেদপুরের স্ট্রাইকার ভাল্সকিসকে থামাতে পারেননি এটিকে-মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়রা। তিরি বলছেন, ‘‘জামশেদপুর সেট পিসে, বিশেষ করে উঁচু বলে গোল করায় দক্ষ। সেটা ওরা কাজে লাগিয়েছে। আমরাও প্রচুর ফাউল ও মিস পাস করেছি। গোলের সুযোগ নষ্ট করেছি।’’

এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে প্রচুর কর্নার ও ফ্রি কিক আদায় করে নেয় জামশেদপুর। এডু গার্সিয়া তা স্বীকার করে নিয়ে বলছেন, ‘‘জামশেদপুর দুটি গোলই করেছে সেট পিস থেকেই। আমরাই অনেক সুযোগ করে দিয়েছি ওদের।’’

আরও পড়ুন: গোল করতে পারলেই অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে, বললেন ফাওলার

শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে একই ভুল যাতে না হয়, সেই দিকেই নজর দিচ্ছেন এডু গার্সিয়ারা। আসন্ন ম্যাচ প্রসঙ্গে গার্সিয়া বলছেন, ‘‘ম্যাচে আমাদের ভুল ত্রুটি শুধরে নিতে হবে। হায়দরাবাদে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। কিন্তু আমাদের কাছে ঘুরে দাঁড়িয়ে ফের জয়ের রাস্তায় ফেরাটাই চ্যালেঞ্জ। তিন পয়েন্ট পেতেই হবে এই ম্যাচ থেকে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নামব।’’

সে দিন প্রীতম কোটাল গোললাইন সেভ করেছিলেন। না হলে জামশেদপুরের গোলসংখ্যা আরও বাড়তে পারত। প্রীতম বলেন, “প্রতিটি টিমেরই এক একটা দিন খারাপ আসে। কোনও চেষ্টাই কাজে লাগে না। অজান্তেই প্রচুর ভুল হয়। জামশেদপুর ম্যাচের দিনটা আমাদের ছিল না।’’

জামশেদপুর ম্যাচ এখন অতীত। শুক্রবারের হায়দরাবাদ ম্যাচ নিয়েই এখন ভাবছে এটিকে-মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL 2020 ATK-Mohun Bagan Hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE