আইএসএল-এর মঞ্চে প্রথম কলকাতা ডার্বি। শুক্রবার সেই ম্যাচে জয় চাইবে দুই প্রধানই। তার প্রস্তুতির ছবি ফুটে উঠল তাদের সোশ্যাল মিডিয়ার পেজে।
এসসি ইস্টবেঙ্গল শুক্রবার প্রথম ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্টে। তাদের টুইটারে ফুটে উঠছে জোরকদমে প্র্যাকটিসের ছবি। দেখা যাচ্ছে সিকে ভিনিতও নেমে পড়েছেন অনুশীলনে। লিভারপুল কিংবদন্তি রবি ফাওলারের সতর্ক দৃষ্টি সব ফুটবলারের দিকে। স্বদেশি, বিদেশি— সব ফুটবলারদের দেখা যাচ্ছে কঠোর পরিশ্রম করতে। প্রথম ম্যাচে নামবেন কোন গোলকিপার? অনুশীলনে যদিও দেখা গেল সকলকেই গোলের নীচে একের পর এক গোল সেভ করতে। ফুটবলারদের সঙ্গে পায়ে বল নিয়ে কসরত করছেন ফাওলারও। চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে-মোহনবাগানের খেলা দেখে নিয়েছেন তিনি। অঙ্ক কষা যে শুরু হয়ে গিয়েছে তা বলাই যায়।