আইএসএলের প্রথম পর্বের সেমিফইনালে ড্র করল এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি। খেলার ফল ২-২। এটি ছিল এফসি গোয়ার হোম ম্যাচ। যেহেতু অ্যাওয়ে ম্যাচে মুম্বই ২ গোল দিয়ে রাখল, তাই এবারের আইএসএলের ফাইনালে যাওয়ার পথে তারা কিছুটা হলেও এগিয়ে থাকল।
খেলার দুটি অর্ধে দুটি করে গোল হয়। ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন ইগর অ্যাঙ্গুলো। ৩৮ মিনিটে গোল শোধ করে দেয় মুম্বই। আহমেদ জোহুর ফ্রিকিক থেকে গোল করেন হুগো বুমোস। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় গোয়া। ৫৯ মিনিটে গোল করে গোয়াকে এগিয়ে দেন সেভিয়ার গামা। কিন্তু ৩ মিনিট যেতে না যেতেই গোল শোধ করে দেয় মুম্বই। গোল করেন মুর্তাদা ফল।
দ্বিতীয় পর্বের সেমিফাইনাল ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে ৮ মার্চ, সোমবার। তার আগে শনিবার এটিকে মোহনবাগান প্রথম পর্বের ম্যাচে নামছে। তাদের সামনে নর্থইস্ট ইউনাইটেড। এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগান-নর্থইস্ট ফিরতি পর্বের ম্যাচ ৯ মার্চ, মঙ্গলবার।