Advertisement
E-Paper

এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল নর্থ ইস্ট

ডার্বি হেরে দলে একাধিক পরিবর্তন করল এসসি ইস্টবেঙ্গল। কার্ড সমস্যার কারণে দলে নেই অধিনায়ক ড্যানি ফক্স।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৭
গোল করে দলকে এগিয়ে দেন ভিপি সুহের

গোল করে দলকে এগিয়ে দেন ভিপি সুহের ছবি টুইটার

ম্যাচ শেষ। ২-১ গোলে এস সি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্লেঅফের স্বপ্ন জিইয়ে রাখল নর্থ ইস্ট ইউনাইটেড। চার নম্বরে উঠে এল নর্থ ইস্ট।

৮৭ মিনিট। গোওওওওল সুরচন্দ্রের ফ্রিকিক থেকে হেডে গোল করলেন সার্থক গোলুই।

৮০ মিনিট। ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোল করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।

৭৫ মিনিট। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নর্থ ইস্ট।

৭১ মিনিট। ব্রাউনকে ফাউল করে লাল কার্ড দেখতে হল রাজু গায়কোয়াডকে।


৫৬ মিনিট। গোওওওওল । নিম দর্জির ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের গোলে বল ঢুকিয়ে দিলেন সার্থক গোলুই। ২-০ গোলে এগিয়ে গেল নর্থ ইস্ট।

৪৮ মিনিট। গোওওওওল ভিপি সুহেরের গোলে এগিয়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড। ইমরান খানের লম্বা পাস ধরে মিরশাদকে বোকা বানিয়ে আইএসএলে নিজের প্রথম গোল করেন সুহের।

কিক অফ। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

হাফ টাইম। গোল পায়নি কোনও দলই।

৪৫ মিনিট। তিন মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়েছে।

৪৪ মিনিট। সুযোগ পেলেও কাজে লাগাতে পারছে না কোনও দলই।

৩৫ মিনিট। মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টায় দুই দল। খেলা এখনও গোলশূন্য।

৩০ মিনিট। আবারও সুযোগ নষ্ট করল নর্থ ইস্ট

২৫ মিনিট। সুযোগ এসেছিল এসসি ইস্টবেঙ্গলের সামনে রাজুর লম্বা থ্রো থেকে হেড করতে ব্যর্থ হন জেজে।

২০ মিনিট। গোল না হলেও আক্রমণ জারি রেখেছে নর্থ ইস্ট।

১৫ মিনিট। আক্রমণ করছে নর্থইস্ট। গোল হয়নি

১০ মিনিট। আক্রমণ করছে দুই দলই। তবে গোলমুখ খুলতে পারেনি কোনও দলই।

৫ মিনিট। সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারল না নর্থইস্ট ব্রাউনের শট সেভ করলেন মিরশাদ।


কিক অফ। খেলা শুরু করল এসসি ইস্টবেঙ্গল

ডার্বি হেরে দলে একাধিক পরিবর্তন করল এসসি ইস্টবেঙ্গল। কার্ড সমস্যার কারণে দলে নেই অধিনায়ক ড্যানি ফক্স। তাঁর জায়গায় অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন স্কট নেভিল। দলে এসেছেন অ্যারন হলওয়ে আমেদি, মহম্মদ রফিক। প্রথমবার দলে এসেছেন গোলরক্ষক মিরশাদ। দলে ফিরেছেন জেজে। দলে নেই পিলকিংটন, ব্রাইট এনোবাখারে। রিজার্ভেও নেই কোনও বিদেশি ফুটবলার। নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচ থেকে তিন পয়েন্টই চাইছেন টনি গ্রান্ট। যে সমস্ত ফুটবলাররা সেভাবে সুযোগ পাননি তাদের সুযোগ দিতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। মাচাডোদের রুখে সম্মান রক্ষার লড়াইয়ে এসসি ইস্টবেঙ্গল জয় পান কিনা সেটাই এখন দেখার।

isl North East United FC SC East Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy