Advertisement
E-Paper

জামশেদপুর বনাম এটিকে ম্যাচ গোলশূন্য

দু’টি করে ম্যাচ খেললেও এখনও আইএসএলের চতুর্থ সংস্করণে জয়ের মুখ দেখতে পারেনি এটিকে। পর পর ড্র করলেও এখনও জয় অধরা জামশেদপুর এফসি-এর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ২০:১১
এটিকে বনাম জামশেদপুর ম্যাচের একটি মুহূর্ত। ছবি: আইএসএল।

এটিকে বনাম জামশেদপুর ম্যাচের একটি মুহূর্ত। ছবি: আইএসএল।

জামশেদপুর ০

এটিকে ০

• ফলাফল গোলশূন্য।

• ম্যাচ শেষ।

• ৮৮ মিনিট: ম্যাচ এখনও গোলশূন্য।

• ৮৬ মিনিট: জামশেদপুরে স্টেডিয়ামে ঘোষণা হল এই ম্যাচ দেখছেন ২৩,৮৯১ জন দর্শক।

• ৭৯ মিনিট: হলুদ কার্ড দেখলেন প্রবীর দাস।

• ৭০ মিনিট: থমাসের শট বাইরে পাঠালেন সুব্রত।

• ৬৬ মিনিট: কর্নার পেল জামশেদপুর।

• ৪৬ মিনিট: প্রবীর দাসের বল নিয়ে দৌড় শেষে বল পেয়ে গিয়েছিলেন রবিন সিংহ। তাঁর ভলি বাইরে পাঠান সুব্রত পাল।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• হাফ টাইম।

• ৪৫ মিনিট: দু’মিনিট অতিরিক্ত সময়।

• ৪৪ মিনিট: লিংডোকে তুলে ননগ্রুমকে মাঠে আনলেন শেরিংহ্যাম।

• ৪০ মিনিট: লিংডোকে ট্যাকেল মেহতাব হোসেনের।

• ৩২ মিনিট: হিতেশ শর্মা অফ সাইড।

• ৩১ মিনিট: ফ্রিকিক থেকে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট এটিকের।

• ২৭ মিনিট: আবারও সহজ সুযোগ নষ্ট জামশেদপুরের।

• ২৩ মিনিট: সুযোগ নষ্ট জামশেদপুরের।

• ১৮ মিনিট: জামশেদপুরের কর্নার।

• ১৩ মিনিট: ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় এটিকে।

• ৫ মিনিট: একের পর এক আক্রমণ তুলে আনছে জামশেদপুর এফসি।

• ৩ মিনিট: ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে জামশেদপুর।

• শুরু হল জামশেদপুর এফসি বনাম এটিকে খেলা।

দু’টি করে ম্যাচ খেললেও এখনও আইএসএলের চতুর্থ সংস্করণে জয়ের মুখ দেখতে পারেনি এটিকে। পর পর ড্র করলেও এখনও জয় অধরা জামশেদপুর এফসি-এর। আইএসএলে প্রথম জয়ের লক্ষ্যে আজ জামশেদপুরের জেআইডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে নামছে দুই দলই।

ISL 4 ATK Jamshedpur FC ISL 2017-18
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy