আইএসএলের মঞ্চে ফের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলের দুই পাওয়ার হাউস মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সরকারি ঘোষণা এখনও হয়নি। তবে শোনা যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ফের একবার ৯০ মিনিটের যুদ্ধে নামতে চলেছে বাংলার এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল।
গত ২৭ নভেম্বর গোয়ার তিলক ময়দানে আয়োজিত হয়েছিল আইএসএলের প্রথম ডার্বি যুদ্ধ। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছিল সবুজ-মেরুন বাহিনী। রবি ফাউলারকে টেক্কা দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। ৪৯ মিনিটে রয় কৃষ্ণ ও মনবীর সিংহ ৮৫ মিনিটে গোল করে সবুজ-মেরুনের জয় সুনিশ্চিত করেন।
দলগত পারফরম্যান্সের উপর ভর করে লিগ টেবিলে বেশ ভাল জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। মোট ৮টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৭। এর মধ্যে ৫টি ম্যাচ জিতেছে মোহনবাগান, ২টি ড্র। তাদের হারতে হয়েছে ১টি ম্যাচ।
আরও খবর: সিটির ৫ ফুটবলার করোনা সংক্রমিত, চেলসি তৈরি ঘরের মাঠে
আরও খবর: মারাদোনার ছবির নীচে ২.৬৫ কেজি কোকেন পাচারের চেষ্টা
অন্যদিকে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গলের অবস্থা মোটেও ভাল নয়। দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। গোল পেলেও জয়ের মুখ এখনও দেখেনি ইস্টবেঙ্গল। তাদের ৭ ম্যাচে ৩ পয়েন্ট। ৩টি ম্যাচ ড্র করেছে, ৪টি হেরেছে। এখন ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ডার্বি যুদ্ধে ইস্টবেঙ্গল জয় পায় কিনা সেটাই দেখার।