Advertisement
E-Paper

পুণে-৪ এটিকে-১

চতুর্থ সংস্করণের আইএসএলে প্রথম হোম ম্যাচে এফসি পুণে সিটির মুখোমুখি এটিকে। ঘরে মাঠে সমর্থকদের সামনে পুণের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে মরিয়া টেডি শেরিংহ্যামের ছেলেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৭:৪৮
গোলের পর পুণে ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: আইএসএল।

গোলের পর পুণে ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: আইএসএল।

শেষ হল খেলা এটিকে বনাম এফসি পুণে সিটি ম্যাচ। ঘরের মাঠে সমর্থকদের সামনে ৪-১ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল টেডি শেরিংহ্যামের দলকে। এ দিনের ম্যাচে জঘন্য ডিফেন্সেক পাশাপাশি, জঘন্য গোলকিপিং এটিকে গোলরক্ষক দেবজিৎ মজুমদারেরও। অপর দিকে, অ্যাওয়ে ম্যাচ হলেও গোটা ম্যাচে দাপট নিয়ে ফুটবল খেলে এফসি পুণে সিটি। মার্সেলো পেরেরা এবং ইমিলিয়ানো আলফারোর দাপটে এ দিন গোটা ম্যাচেই নিজেদের দাপট বজায় রাখে পুণের দলটি।

• চলছে অন্তম লগ্নের খেলা।

• ৮৭ মিনিট: হলুদ কার্ড দেখলেন পুণের দামির গার্জিখ।

• ইমিলিয়ানো আলফারোর পরিবর্তে মাঠে নামলেন দামির গার্জিখ।

• ৮৪ মিনিট: খেলোয়াড় পরিবর্তন পুণের। ডিফেন্সিভ পরিবর্তন।

• হোসে ব্রাঙ্কোর পরিবর্তে মাঠে নামলেন রুপার্ট ননগ্রুম।

• ৮২ মিনিট: খেলোয়াড় পরিবর্তন এটিকের।

• পুণের হয়ে গোল করলেন ইমিলিয়ানো আলফারো।

• ৮০ মিনিট: ফের গোল হজম এটিকের।

• জঘন্য ডিফেন্স এটিকের।

• ফের দুরন্ত সেভ এফসি পুণে সিটির গোলরক্ষক কমলজিতের।

• বিপিন সিংহের পরিবর্তে মাঠে নামলেন রোনাল্ড সিংহ।

• ৭৪ মিনিট: খেলোয়াড় পরিবর্তন করল এটিকে।

• দিয়োগ কার্লোসের পরিবর্তে মাঠে নামলেন জোনাথন লুক্কা।

• ৭৩ মিনিট: ফুটবলার পরিবর্তন করল পুণে।

• ৭৩ মিনিট: হলুদ কার্ড দেখলেন জাজি কুকি।

• ৬৬ মিনিট: দুর্দান্ত সেভ করলেন কমলজিৎ সিংহ।

• পুণে রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনছে এটিকে।

• মাঠে নেমেই ঝলক দেখাতে শুরু করেছেন রবিন সিংহ।

• ৬৩ মিনিট: ম্যাচে সমতা ফিরিয়ে আনতে আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে এটিকে।

• ডিফেন্সের ভুলে গোল হজম করল এটিকে।

•৬০ মিনিট: ফের একবার গোল করে এগিয়ে গেল এফসি পুণে সিটি। গোল করলেন মার্সেলো পেরেরা।

• হিতেশ শর্মার পরিবর্তে মাঠে নামলেন রবিন সিং‌হ।

• ৫৮ মিনিট: ফুটবলার পরিবর্তন করছে এটিকে।

• আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা।

• ৫১ মিনিট: ফের গোল করে ম্যাচে লিড নিল পুণে। গোল করলেন রোহিত কুমার।

• ৫০ মিনিট: গোল করে এটিকেকে সমতায় ফিরিয়ে আনল বিপিন সিংহ।

• ৪৯ মিনিট: ফ্রিকিক পেল এটিকে।

• ৪৮ মিনিট: হলুদ কার্ড দেখলেন বলজিৎ সিংহ সাইনি।

• দুই দলই অপরিবর্তিত।

• শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

• শেষ হল প্রথমার্ধের খেলা।

• প্রথমার্ধে দুই মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।

• ৪০ মিনিট: আক্রমণে উঠছে এটিকে।

• ৩৪ মিনিট: ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় এটিকে।

• ২৮ মিনিট: হলুদ কার্ড দেখলেন এটিকের ইউজেনসন লিংডো।

• শুরুতেই গোল হজম করে চাপে কলকাতা।

• ২৪ মিনিট: সহজ সুযোগ নষ্ট করলেন হিতেশ শর্মা।

• টম থ্রপের ভুলের সুযোগ নিয়ে গোল করে গেল পুণে।

• ইমিলিয়ানো আলফারোর পাস থেকে গোল করে গেলেন মার্সেলো পেরেরা।

• ১৩ মিনিট: গোল করে এগিয়ে গেল পুণে।

• ১০ মিনিট: মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় দুই দল।

• ৬ মিনিট: আক্রমণে এটিকে।

• ২ মিনিট: প্রথম থেকেই আক্রমণে দুই দলের ফুটবলাররা।

• শুরু হল খেলা

• মাঠে নামল দুই দলের ফুটবলাররা।

আরও পড়ুন: আইএসএল-এর উত্তাপ এখনও লাগেনি কলকাতার গায়ে

আরও পড়ুন: এটিকে বনাম পুণে ম্যাচে নজর রাখুন এঁদের দিকে

চতুর্থ সংস্করণের আইএসএলে প্রথম হোম ম্যাচে এফসি পুণে সিটির মুখোমুখি এটিকে। ঘরে মাঠে সমর্থকদের সামনে পুণের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে মরিয়া টেডি শেরিংহ্যামের ছেলেরা।

এটিকে: দেবজিত্ মজুমদার, কিগান পেরেরা, জোসেপ থর্প, ফিগুয়েরাস মন্টেল, প্রবীর দাস, ইউজেনসন লিংডো, কনর থমাস, হিতেশ শর্মা, হোসে ব্রাঙ্ক, বিপিন সিংহ, জাজি কুকি

এফসি পুণে সিটি: কমলজিত্ সিংহ, গুরতেজ সিংহ, রাফায়েল লোপেজ, লালচুয়ানমাওয়াইয়া ফেনাই, আইজ্যাক ভানমালসাওমা, মার্কোস তেবর, রোহিত কুমার, ইমিলিয়ানো আলফারো, মার্সেলো পেরেরা, দিয়েগো কার্লোস, বলজিত্ সিংহ সাইনি

ISL 4 ATK FC Pune City Football এটিকে এফসি পুণে সিটি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy