টাটা ফুটবল অ্যাকাডেমি মানেই এতদিন ছিল ভারতীয় ফুটবলের আঁতুরঘর। কিন্তু সময় বদলেছে। এখন পুরোদস্তুর দল নিয়ে চলে এসেছে আইএসএল-এর ময়দানে। ঘরের মাঠে প্রথম লড়াইটাই কলকাতার মুখোমুখি। তাই উত্তেজনাটাও বেশি। মেহতাব, সুব্রত, সৌভিক, অসীমদের জামশেদপুরকে নামতে হচ্ছে নিজের শহরের বিরুদ্ধে। এটাও ঠিক কলকাতার দলে যত না বাঙালি রয়েছে তার থেকে অনেক বেশি বাঙালি সমৃদ্ধ জামশেদপুর।
আর সেই একঝাঁক বাঙালি নিয়ে প্রথম আইএসএল ম্যাচ করার জন্য প্রস্তুত জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম। আর এই মাঠেই চলতি মরসুমে নিজেদের প্রথম জয় পাওয়ার জন্য প্রস্তুত টেডি শেরিংহামের ছেলেরা। অন্যদিকে ঘরের মাঠে এটিকে-কে স্বাগত জানালেও মাঠে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন স্টিভ কোপেল।
শুক্রবার এটিকের বিরুদ্ধে মাঠে নামার আগে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েছে জামশেদপুর। টুর্নামেন্টের প্রথম জয় ও প্রথম তিন পয়েন্ট পেতে তাই নিজেদের ঘরের মাঠকেই বেছে নিয়েছেন তাঁরা। জামশেদপুরের মানুষের সামনে খেলার অপেক্ষায় রয়েছেন সুব্রত পাল, মেহতাব হোসেনরা। ইজু আজুকা ও কেভেনস বেলফটকে সামনে রেখে ৪-৪-২ ছকেই দল সাজাচ্ছেন কোপেল। সুব্রত, মেহতাব, সৌভিক, একঝাঁক বঙ্গ তরুণ ও কলকাতা ফুটবল মাঠে খেলে যাওয়া ফুটবলারদের দিয়েই এটিকে-কে আটকাতে চান স্টিভ কোপেল।